Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে সাবেক আনছার-ভিজিবি কমান্ডারের জায়গা দখল জোরপূর্বক ঘর নির্মাণ

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : আদালতের নির্দেশ অমান্য করে গতকাল মঙ্গলবার সকালে জোরপূর্বক জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মাদারীপুরের রাজৈর উপজেলার পৌরসভার পূর্ব সরমঙ্গল এলাকার স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। আনছার-ভিজিবির সাবেক ইউপি কমান্ডার আবদুল জলিল ঢালী এই অভিযোগ করেন। পরে রাজৈর থানা পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
ভ‚ক্তভোগী আবদুল জলিল ঢালী অভিযোগ করেন, রাজৈর উপজেলার সরমঙ্গল মৌজায় ১৯২ নম্বর খতিয়ানে তার বাবার ৪০ শতাংশ জায়গা রয়েছে। সেখানে দীর্ঘ দিন ধরে একটি পুকুর ও বাগান ছিল। সম্প্রতি পুকুরটি মাটি ভরাট করলে পাশের আহমাদ ঢালী, আবদুল হক ঢালী ও মোহাম্মদ ঢালীর অংশীদাররা তার সম্পত্তি দখলের চেষ্টা করে। এতে তিনি বাদী হয়ে মাদারীপুর সহকারী জজ আদালতে একটি মামলা করেন। মামলাটি এখনো চলমান রয়েছে এবং সব সম্পত্তি স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে মোহাম্মদ ঢালীর ছেলে নুরজামাল ঢালীসহ কতিপয় বখাটের সহযোগিতায় মাটি ভরাট করে একটি টিনের ঘর নির্মাণ করে। এতে জলিল ঢালী বাধা দিলে তাদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে রাজৈর থানা পুলিশের সহযোগিতায় সাময়িক কাজ করা রাখা হয়।
এ ব্যাপারে রাজৈর থানার এসআই নাজমুল হাসান জানান, যেহেতু জায়গা নিয়ে আদালতে মামলা রয়েছে। সে কারণেই এখানে কেউ অশান্তি করলে আমরা তাকে আইনের আওতায় আনব। নির্মাণ কাজ আপাতত বন্ধ রয়েছে।
তবে অভিযুক্ত নুরজালাম ঢালী দাবি করেন, এই জায়গাতে তাদের অংশ রয়েছে। কিন্তু আদালতে বিষয়টি তারা না জেনে করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুর

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ