বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-১ আসন) গোলাম দস্তগীর গাজীর অফিসে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ কালভার্ট রোডের ৩৭/২ হোল্ডিংস্থ ১৯ তলা ভবনের ২য় তলায় গাজীর অফিসে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার নাম মোশাররফ হোসেন (২১)। পেটে গুলিবিদ্ধ মোশাররফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সে রূপগঞ্জ থানাধীন গাউছিয়া উপজেলার বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।
সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এপিএস কামরুজ্জামান হীরা জানিয়েছেন, গতকাল বিকেলে রূপগঞ্জ এলাকার স্থানীয় সমস্যা ও নিজেদের আভ্যন্তরীন কোন্দল মেটাতে ছাত্রলীগের ১০/১২ জন কর্মী পুরানা পল্টনের অফিসে আসেন। এ সময় এমপি অফিসে ছিলেন না। এলাকার ছাত্রলীগ কর্মীরা নিজেদের আভ্যন্তরীন বিষয় নিয়ে কথা বলছিলো। সন্ধ্যা ৬টার দিকে মাসুদরানা আশিকের সাথে মোশারফের কথাকাটাকটি হয়। এক পর্যায়ে আশিক কোমর থেকে পিস্তল বের করে গুলি করতে থাকে। একটি গুলি মোশাররফের পেটে বিদ্ধ হয়। এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, আশিক রূপগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, ঘটনার পর পরই আশিক গা ঢাকা দেয়। তাকে ধরতে অভিযান চলছে। এদিকে রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল হাসপাতালে গুলিবিদ্ধ মোশারফ হোসেনের অপারেশন চলছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।