গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীতে ছাত্রদল-পুলিশ হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কিছু মানুষ জড়ো হয়ে তাদের ওপর হামলার করে। এসময় নিরাপত্তার স্বার্থে ও হামলকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ।
পল্টন থানার ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছু মানুষ জড়ো হয়ে অতর্কিতে দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে দলীয় কার্যালয়ের ভিতরে অবস্থান নেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।