Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মেহেরপুর বিএনপির উদ্যোগে আহাম্মদ আলীর ৮তম মৃত্যুবার্ষিকী পালিত

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মেহেরপুর জেলা সংবাদদাতা : বীর মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলনের সংগঠক, সাবেক সংসদ সদস্য মরহুম আহাম্মদ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল পৌর টাউন হল প্রাঙ্গণে মেহেরপুর জেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে ্আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ মারুফ আহাম্মেদ বিজন, মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন আজকে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনীতিতে নির্লোভ নির্মোহ নেতৃত্ব আর লক্ষ্যে পৌঁছানোর অদম্য সাহস। তবেই জাতীয়তাবাদী শক্তি জনগণের অধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মানে জনগণের কাক্সিক্ষত প্রত্যাশা পূরণ করতে পারবে।
আলোচনা সভা শেষে হাজার হাজার নেতাকর্মী শোক পদযাত্রা শহর প্রদক্ষিণ করে পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেহেরপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ