Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থল বন্দরের দাবিতে মেহেরপুরে কর্মবিরতি

প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মেহেরপুর জেলা সংবাদদাতা

মেহেরপুরে স্থল বন্দর চাই এই দাবীতে আধাঘন্টা কর্মবিরতি পালন করছে জেলার সর্বস্তরের জনগণ। আধা ঘন্টার জন্য থমকে গেল গোটা মেহেরপুর। স্থল বন্দরের দাবীতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে কর্মবিরতি পালন করেন জেলার রাজনৈতিক নেতা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর, সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার সকল স্তরের মানুষ। গতকাল রোববার বেলা সাড়ে ১২ থেকে ১টা পর্যন্ত মেহেরপুর স্থলবন্দর আন্দোলন ফোরামের মুখপাত্র এম এ এস ্ইমনের নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মিছিল সহকারে এসে আন্দোলনে যোগ দেয়। ঘড়ির কাঁটা ১২ টা ৩০ মিনিটে পৌছালে শহরের সকল ব্যবসায়ী তাদের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলনে শরিক হন। ব্যবসায়ীরা শহরের কোর্ট থেকে বড় বাজার পর্যন্ত সড়কের দু’পাশে দাঁড়িয়ে স্থলবন্দরের দাবীতে মিছিল করতে থাকে। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহামেদ রুপক, ব্যবসায়ী নেতা আব্দুর রাজ্জাক, সদরুল ইসলাম নাহিদ, ক্রীড়া সংগঠক শামিমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানসহ জেলার সকল শ্রেণী পেশার মানুষ কর্মবিরতিদ পালন করেন। উল্লেখ মেহেরপুর জেলা স্থল বন্দর বাস্তবায়ন ফোরাম মেহেরপুর জেলায় স্থলবন্দরের দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর আগে একই দাবীতে মৌন মিছিল,স্মারকলিপি প্রদান ও মানববন্ধনের মত কর্মসূচি পালন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্থল বন্দরের দাবিতে মেহেরপুরে কর্মবিরতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ