Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অধিকাংশ কোম্পানির দরপতনেও বেড়েছে সূচক

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার উভয় বাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে বেড়েছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। এ নিয়ে উভয় বাজারে টানা ছয় কার্যদিবস মূল্যসূচক বাড়ল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৬২ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২২১ কোটি ৭০ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৯৩ কোটি ৫০ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৯৬৬ কোটি ৮৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ৬৭ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৫৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৯৯ পয়েন্টে এবং ১৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১৭৪টির এবং কোনো পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
এ ছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ বেক্সফার্মা, অ্যাপোলো ইস্পাত, লংকা-বাংলা ফাইন্যান্স, পিডিএল, ডোরিন পাওয়ার, আরএকে সিরামিকস, আরএসআরএম স্টিল, সেন্ট্রাল ফার্মা, কেয়া কসমেটিকস এবং এসিআই ফর্মুলা।
অন্য দিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৮ কোটি ৫৫ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৮৭ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৩ কোটি ৬৮ লাখ টাকার বেশি।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৪ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪২০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১৯৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৪০ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১২৫টির এবং কোনো পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ পিডিএল, বেক্সফার্মা, অ্যাপোলো ইস্পাত, বিকন ফার্মা, আরএকে সিরামিকস, বেক্সিমকো লিমিটেড, কেন্ট্রাল ফার্মা, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফাইন্যান্স এবং তিতাস গ্যাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধিকাংশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ