Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিকাংশ ব্রিটিশ বোরকা নিষিদ্ধ চায় : জরিপ

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের সিংহভাগ মানুষ চায় বোরকা নিষিদ্ধ হোক। সম্প্রতি ইউ গভের জরিপে এই তথ্য উঠে এসেছে। ইউ গভের জরিপের মতে ব্রিটেনের অর্ধেকের বেশি প্রায় ৫৭ শতাংশ মানুষ চায় ব্রিটেনে বোরকা নিষিদ্ধ করা হউক। মাত্র ২৫ শতাংশ মানুষ এই সিদ্ধান্তের বিরোধী। গত সপ্তাহে ফ্রান্সে মুসলিমদের সাঁতারের পোশাক বুরকুনী নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লে ব্যাপক সমালোচিত হয়। ফ্রান্সের কিছু শহরে মুসলিম মেয়েদের বুরকিনি বা পুরো-শরীর-ঢাকা সাঁতারের পোশাক পরার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল- তা সাময়িকভাবে বাতিল করে দিয়েছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। এ ঘটনার পর পরই ব্রিটেনের ৩০টি শহরে এই জরিপ পরিচালিত হয়েছে। ২০১১ সালে ফ্রান্সে ইসলামী পোশাকে পুরো মুখ ঘোমটা বা বোরকা নিষিদ্ধের ঘোষণা করলে ব্রিটেনেও ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ইউ গভের জরিপের দেখা গেছে, জনসমক্ষে শতকরা ৫৭ জন বোরকা নিষিদ্ধের পক্ষে যেখানে ২৫ শতাংশ ভোট দিয়ে সমর্থন জানায়। তবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে বয়সীরা বোরকা নিষিদ্ধের পক্ষে তাদের সমর্থন দিয়েছে। ৭৮ শতাংশ বয়স্ক মানুষ বোরাকা নিষিদ্ধের পক্ষে, যাদের বয়স ৬৫ বছরের মধ্যে। শুধু পুরুষ নয়, জরিপে দেখা গেছে ৫৬ শতাংশ নারী বোরকা নিষিদ্ধের পক্ষে আর পুরুষের পরিমাণ ৫৮ শতাংশ। পাশাপাশি রাজনৈতিক দলের মতাদর্শীদের মধ্যে ২০১৫ সালের জরিপে এর পরিমাণ ছিল ইউ কিপ ভোটারদের ৮৪ শতাংশ। কনজারভেটিভের ৬৬ শতাংশ, লেবারের ৪৮ শতাংশ, লিবারেল ডেমোক্রেট ৪২ শতাংশ ভোটার এই প্রস্তাবের পক্ষে তাদের মতামত দিয়েছিল। লেবারের ৩৭ শতাংশ এবং লিবডেমের মাত্র ৩০ শতাংশ ভোটার বোরকা নিষিদ্ধের বিরোধিতা করেছিল। দ্যা টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধিকাংশ ব্রিটিশ বোরকা নিষিদ্ধ চায় : জরিপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ