Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমরেড হাফিজুর রহমান ভুঁইয়া আর নেই

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

খুলনা (ফুলতলা) সংবাদদাতা : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও খুলনা জেলার সভাপতি কমরেড হাফিজুর রহমান ভুঁইয়া (৭৬) আর নেই। তিনি গতকাল রোববার বেলা ১টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। আগামী ১৪ ফেব্রয়ারি মঙ্গলবার তার লাশ নিজ এলাকায় খুলনার ফুলতলায় আনা হবে।
কমরেড হাফিজুর রহমান ভুঁইয়াকে গত শুক্রবার ৮ টায় দিল্লীর বিএলকে হাসপাতাল থেকে লাইফ সাপোর্ট দিয়ে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় আনার পর বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কমরেড হাফিজুর রহমান ভুঁইয়ার মরদেহ আজ (সোমবার) সন্ধ্যায় খুলনায় আনা হবে এবং খুলনা মেডিকেল কলেজ হাসতপাতালে (হিমাগারে) রাখা হবে। আগামীকাল মঙ্গলবার হাদিস পার্কে সকাল ১০টায় এরপর বেলা ১২টায় খালিশপুর প্লাটিনাম জুবলি জুট মিলের শ্রমিক ময়দানে, বেলা ১টায় দৌলতপুর শহীদ মিনার চত্বরে, বেলা ১টা ৩০ মিনিটে ইস্টার্নগেট ও বেলা ২ টায় ফুলতলার স্বাধীনতা চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলীর জন্য রাখা হবে। আসর বাদ ডাবুর মাঠে জানাজা শেষে ডাবুর মাঠ সংলগ্ন গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
প্রখ্যাত শ্রমিক নেতা হাফিজুর রহমান ভুঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুঁইয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ