Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক স্বপ্নবাজ ব্লগার টিটু ভুঁইয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

অনলাইন প্ল্যাটফর্ম সবকিছুকে এনে দিচ্ছে হাতের মুঠোয়। ব্যবসা থেকে শুরু করে, ভ¬গ, রান্নাবান্না, ট্রাভেলিং, মেক ওভার, পড়ালেখা সবকিছুই রয়েছে এই প্ল্যাটফর্মে। পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অনেক তরুণও বেছে নিচ্ছে এই পথ। নিত্যনতুন বøগার তৈরি হচ্ছে দেশে, যারা কাজ করছে দর্শককে বিনোদন দিতে। এমনই একজন টিটু ভুঁইয়া। ছোটবেলা থেকেই অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে জানার আগ্রহ থেকেই মূলত অনলাইনে কিছু একটা করার ইচ্ছা জন্মে তার। নিজের এই ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমেই যাত্রা শুরু হয় তার স্বপ্নের পেছনে ছোটা। স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিতেই তিনি শুরু করেন টিটু ভুঁইয়া অফিসিয়াল নামের ইউটিউব চ্যানেল। যেখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভ¬গ ভিডিও তৈরি করে থাকেন। বিনোদনমূলক ভিডিওর পাশাপাশি অনলাইন ব্যবসা দাঁড় করিয়েছেন টিটু। অফলাইন সেবা নাকি অনলাইন সেবা এমন প্রশ্নে তার মত জীবনকে সহজ করা প্রয়োজন। আর ঘরে বসেই আমরা যেসব কাজ করতে পারি তার জন্য কষ্ট করে বাইরে যাওয়ার কী প্রয়োজন। সার্বিক সুবিধার কথা চিন্তা করেই বেছে নিয়েছি অনলাইন প্ল্যাটফর্মকে। এছাড়াও বর্তমানে দেশের মানুষ প্রায় সব ক্ষেত্রেই ইন্টারনেট জগতকেই প্রাধান্য দিচ্ছে। তাই তার মতে অনলাইন প্ল্যাটফর্মকে আরও সহজ করে তুলা প্রয়োজন। সর্বস্তরের মানুষ যাতে এই পথের সুবিধা নিতে পারেন। ভøগ শুরু করা প্রসঙ্গে টিটু বলেন, ছোট থেকেই বিভিন্ন যায়গায় ঘুরা ভ¬গ-ভিডিও করে রাখার একটা অভ্যাস ছিল। সেখান থেকেই ধীরে ধীরে ভ¬গিং-এর আগ্রহটা বেড়ে যায়। টিটুর স্বপ্ন, বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ভ¬গ করে তাদের সংস্কৃতি তুলে ধরা। এতে মানুষ পরিচিত হবে বিভিন্ন দেশের কালচারের সাথে এবং মানুষের প্রতি মানুষের স¤পর্ক দৃঢ় হবে। টিটু ভুঁইয়ার এই কাজ শুধু দেশের মানুষের বিনোদনের মাধ্যম হচ্ছে তা নয়, অনুপ্রাণিত করছে আরও অনেক তরুণকে। বিনোদনমূলক ভিডিও তৈরির পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও তৈরি করে তরুণদের উৎসাহিত করছেন নতুন আইসিটি উদ্যোক্তাদের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিটু ভুঁইয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ