Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোর্ডে আসলেই থাকতে চাচ্ছেন না পাপন

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা হায়দারাবাদ (ভারত) থেকে : সম্প্রতি আইসিসি’র গুরুত্বপূর্ণ সভা শেষে ঢাকায় ফিরে মিডিয়াকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, একসঙ্গে তিনটি দায়িত্ব পালন করা এখন আর তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। সরকারী দলের সংসদ সদস্য, বেক্সিমকো ফার্মার গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশে বিসিবি’র সভাপতির দায়িত্বÑ ব্যস্ততায় হাঁপিয়ে উঠেছেন তিনি। ক্রিকেট বোর্ডে আর থাকতে চাচ্ছেন না। তবে ওটা যে আবেগি সিদ্ধান্ত নয়, তা জানিয়েছেন গতকাল রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি’র ২ পরিচালক জালাল ইউনুস ও আকরাম খান, বিসিবি সভাপতির উপদেষ্টা ওবায়েদ আর নিজাম এবং এসিসিসি’র সাবেক সিইও সৈয়দ আশরাফুল হকের পাশে বসেÑ ‘আসলে তিনটা একসাথে চালানো কঠিন। একটা ছাড়া দরকার। কারণ খুব চাপ যাচ্ছে। বিশেষ করে এই তিনটি দায়িত্ব পালনে বেশি বেশি ভ্রমণ করতে হচ্ছে। মনে হচ্ছে একটা ছাড়তে হবে। চাকরিতেও প্রচুর ট্রাভেলিং। ক্রিকেটে তো আছেই। আইসিসিতে বিরাট একটা ট্রাভেলিং সমস্যা। কিছুদিন পর পরই ট্রাভেল করতে হয় বিভিন্ন কমিটির মিটিংয়ের জন্য। আইসিসির কনস্টিটিউশন চেঞ্জ বলেন, ফিনান্সিয়াল স্ট্রাকচারাল চেঞ্জ বলেন এ কমিটিগুলোর মিটিংয়ে তো আমাকে নিয়মিত উপস্থিত থাকতে হচ্ছে। একবার সিঙ্গাপুর যাচ্ছি, একবার অস্ট্রেলিয়া যাচ্ছি। এখন তো আমাদের আন্তর্জাতিক সূচীও ব্যস্ত। হায়দারাবাদ টেস্টের পরদিন (১৪ তারিখ) যাওয়ার কথা শ্রীলংকা। ওখান থেকে এসেই ২০ তারিখ যেতে হবে লন্ডনে। ওখান থেকে ২৭-২৮ তারিখের দিকে এসেই আবার শ্রীলংকায় দৌড় দিতে হবে। এরপর মার্চের ৭ তারিখ থেকে তো সিরিজ শুরু। ক্রিকেট বোর্ডে থাকতে হলে এসব নিয়ে ভাবতে হবে।’
এদিকে বিসিবি’র নির্বাচিত সভাপতি পদে দায়িত্ব পালনকালেই আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করার অঙ্গীকার বাস্তবায়নে এ মাসেই প্রতীক্ষিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ঘোষণা দিয়েছিলেন মিডিয়ায়। এ মাসের শেষ সপ্তাহে সিলেটে এজিএম’র প্রস্তুতিও ছিল বিসিবি’র। তবে এ মাসে আর হচ্ছে না এজিএম। এপ্রিলে পিছিয়ে যেতে পারে এজিএম, সেই আভাসই দিয়েছেন বিসিবি বস ‘২৬ ফেব্রæয়ারি এজিএম করার কথা ছিল, এখন মনে হয় এপ্রিলে চলে যাবে এটা। তবে এজিএমের চিঠি ছেড়ে দেয়া হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাপন

৮ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ