Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্টে উইকেট কিপিং ছাড়তেই হচ্ছে মুশফিককে

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা হায়দারাবাদ (ভারত) থেকে : তাইজুলের বলে ডাউন দ্য উইকেটে খেলতে এসে রিদ্ধিমান পপিন ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে এসেও মুশফিকুর রহিমের নির্বুদ্ধিতায় যেভাবে গেছেন বেঁচে, ৪ রানের মাথায় লাইফ পেয়ে সেঞ্চুরি করে ছেড়েছেন রিদ্ধিমান। বাংলাদেশকে রান পাহাড়ে ভারত চাপা দিতে পেরেছে মুশফিুরের ওই ভুলটির জন্যই। সাকিবের সঙ্গে ১০৭ এবং মিরাজকে নিয়ে ৮৭ রানের পার্টনারশিপে নেতৃত্ব দিয়েছেন দ্বিতীয় দিনে। দেখছেন ৫ম টেস্ট সেঞ্চুরির স্বপ্ন, দেখাচ্ছেন বাংলাদেশকে ফলো অন এড়ানোর স্বপ্ন। ইশান্ত শর্মাকে দিনের শেষ ওভারে দর্শনীয় পুল শটে বাউন্ডারিতে হাবিবুল, তামীম, সাকিবের পর বাংলাদেশের ৪র্থ ব্যাটসম্যান হিসেবে তিন হাজারী ক্লাবের সদস্য পদ পেয়েছেন হায়দারাবাদ টেস্টের তৃতীয় দিনে। তারপরও দ্বিতীয় দিনে রিদ্ধিমানের দেয়া স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করায় বিসিবি’র আসামীর কাঠগড়ায় এখন মুশফিকুর রহিম। টেস্ট দলে অধিনায়ক হিসেবে থাকতে হলে ছাড়তে হবে কিপিং, দেড় বছর আগে মুশফিকুরকে সেই আলটিমেটাম দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। মিডিয়ার মাধ্যমে স্পষ্ট ভাষায় বলেছিলেন ক্যাপ্টেনসি করলে কিপিং ছাড়, নয়ত কিপিং করলে ক্যাপ্টেনসি ছাড়।’
মুশফিকুরকে ওই নির্দেশ দিয়ে ২০১৫ সালে পর পর ২টি হোম সিরিজে ভারত এবং দ.আফ্রিকার বিপক্ষে ৩টি টেস্টে মুশফিকুরের হাত থেকে কিপিং গøাভস খুলে তা লিটন দাসের হাতে তুলে দিয়ে তার সুফলও পেয়েছিল বিসিবি। দেড় বছর আগের সেই দৃষ্টান্ত অনুসরণ না করে এখন আর উপায় দেখছেন না বিসিবি সভাপতি। মুশফিকুরের উপর এতোটাই চটেছেন যে, গতকাল রাজিব গান্ধি স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে মিডিয়াকে দেয়া সাক্ষাতকারে জানিয়ে দিয়েছেনÑ ‘দেখলেন তো, কিভাবে সহজ স্ট্যাম্পিং মিস করলো। ওর ব্যাপারে আগে যা বলেছিলাম, সেই অবস্থানে এখনো আছি। এখন তাকে নিয়ে ভাববার সময় এসেছে। মনে হচ্ছে ক্যাপ্টেনসির পাশে কিপিংয়ের প্রেসার নিতে পারছে না। এখানে আসার আগেও এই বিষয়টি নিয়ে কথা বলেছি। নি:সন্দেহে ও দেশের সেরা ব্যাটসম্যান। এই পরিচয়ে এমনিতেই ও খেলতে পারে। কিন্তু ওর সাথে কথা বলে মনে হয়েছে ও কিপিং ছাড়তে চায় না।’
ঢাকায় ফিরে কোচ নির্বাচকদের সাথে কথা বলে, বিসিবি’র পরিচালনা পরিষদের সভায় মুশফিকুরের কিপিং ইস্যুটি তোলার কথা ভাবছেন বিসিবি সভাপতিÑ ‘একটা ব্যাপার নিয়ে ভাবতে হচ্ছে। তা হলো মুশফিকুরের পরিবর্তে স্পেশালিস্ট কিপার হিসেবে কাউকে নিলে একজন ব্যাটসম্যান কমে যাবে। মাহামুদুল্লাহ, অথবা সাব্বিরের একজনকে টেস্ট দল থেকে বাদ পড়তে হবে। তারপরও এ ছাড়া তো উপায় দেখছি না।’
কিন্তু যদি নিজের অবস্থানের কারণে কিপিং ছাড়তে রাজি না হন মুশফিক, তাহলে তো টেস্ট দলের ক্যাপ্টেনসিই ছাড়তে হবে। টেস্টের বিকল্প অধিনায়কও কি তাহলে ঠিক করে রেখেছে বিসিবি? বিসিবি সভাপতি অবশ্য হাসতে হাসতে বলেছেনÑ ‘অন্য কেউ তো টেস্ট দলের ক্যাপ্টেনসি নিতে চাচ্ছে না।’
ব্যস্ত সফর সূচিতে আগামী নভেম্বর পর্যন্ত বিরতিহীনভাবে একটার পর একটা সিরিজ, টুর্নামেন্ট খেলতে হবে বাংলাদেশ দলকে। সে কারণেই ইনজুরিমুক্ত দলের জন্য খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে দিয়ে খেলানোর পক্ষে তিনি। টেস্টের জন্য পৃথক দল গঠন সময়ের দাবি বলেও মনে করছেন বিসিবি সভাপতিÑ ‘খেলোয়াড়দের বিশ্রাম বলে তো একটা কথা আছে। প্রয়োজনে সেকেন্ডে দল নিয়ে খেলবো। টেস্টের জন্য ৪-৫ জন খেলোয়াড় আলাদা করতেই হবে। এছাড়া কোন পথ নেই। এফটিপিতে এখন অনেক খেলা। এই চাপ সামলে ইনজুরি মুক্ত হয়ে খেলাটা বেশ চাপের।’
আগামী জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জুড়ে দেয়া হয়েছে শর্ত। তাদের দেশ সফর করতে হবে আগে। তবে এ নিয়ে উদ্বিগ্ন নন বিসিবি সভাপতিÑ ‘ওরা বলছে অন্তত: একটি ম্যাচ হলেও যেনো আমাদের দলটি সেখানে সফর করে। কিন্তু আমরা এই শর্তে রাজি নই। এটা আমাদের জন্য একেবারেই অসম্ভব।’
বাংলাদেশের অভিষেক টেস্টে বোলিংয়ে পাঁচ উইকেট (৫/১৪২) এবং ব্যাটিংয়ে ফিফটিতে (৯২) ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারে ভুষিত বাঁ হাতি স্পিন অল রাউন্ডার সুনীল জোসীকে স্পিন বোলিং কোচ পদে পছন্দ বিসিবি’র। কোলকাতাভিত্তিক একটি দৈনিকে এই সংবাদ প্রকাশিত হয়েছে ২ দিন আগেই। ভারত কোচ অনিল কুম্বলের প্রেসক্রিপশনে সুনীল জোসীকে পেতে আগ্রহ প্রকাশ করে তার সাক্ষাতকার পর্যন্ত হায়দারাবাদে বসে নেয়া হয়েছে বলে জানিয়েছে ওই দৈনিক। তবে অনিল কুম্বলের প্রেসক্রিপশনে নয়, ১৫ টেস্টে ৪৫ উইকেট এবং ৬৯ ওয়ানডেতে ৬৯ উইকেট শিকারী ভারতের সাবেক এই বাঁ হাতি স্পিনার নিজেই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ পদে চাকরি পেতে আগ্রহী, বিসিবি’র বিজ্ঞপ্তি দেখে আবেদন করে বায়োডাটা পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন সুনীল যোশী, এমনটাই গতকাল রাজিব গান্ধি স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে এই প্রতিবেদককে জানিয়েছেন।
প্লেয়িং ক্যারিয়ারের মতো কোচিং প্রোফাইলও সমৃদ্ধ নয় সুনীল যোশীর। রনজি ট্রফিতে দ্বিতীয় স্তরের দল আসামের কোচ তিনি। খÐকালীন মেয়াদে গত টি-২০ বিশ্বকাপে ওমান দলের বোলিং কোচের দায়িত্ব করেছেন পালন। কোচিং প্রোফাইল আহামরি না হওয়ায় সুনীল যোশীকে স্পিন বোলিং কোচ হিসেবে চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপিÑ ‘যখন এড দিয়েছিলাম, তখনই সিভি (বায়োডাটা) ড্রপ করেছেন তিনি। স্পিন বোলিং কোচের জন্য দু’বার বিজ্ঞপ্তি দিলাম। অনেক জায়গায় খুঁজছি। সব বোর্ডের সাথে আলাপ করলাম। বায়োডাটা এসেছে কয়েকটা। এখনও পছন্দের কাউকে পাইনি। যে কারণে বিকল্প খুঁজছি।’
এবার ভারত সফরটা বিসিবি সভাপতির জন্য অনেকটাই পানসে। সাধারনত: এ ধরনের সফরকালে ভবিষ্যতে দ্বি-পাক্ষিক সফরসূচী নিয়ে আলাপের সুযোগ থাকে। কিন্তু হায়দারাবাদ টেস্ট চলাকালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সঙ্গে আলোচনার কোন উপায়ই পাননি বিসিবি সভাপতিÑ ‘বাই লেটারাল কিছু আলাপ হয়নি। এফটিপির বাইরে এখন আসলে আমাদের করার সুযোগও নেই। এখানে কার সাথে কথা বলবো? বোর্ড কই? আগে তো চিনতাম, জানতাম। এখন তো কেউ নেই যে তার সাথে কথা বলবো। আমার ধারণা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ওদের নতুন বোর্ড আসার পরেই মনে হয় সুবিধাটা হবে। ভারতের আঞ্চলিক অ্যাসোসিয়েশনগুলোতেও কে থাকতে পারবে, কে থাকতে পারবে না, এসব নিয়ে একটু বাজে অবস্থায় আছে ওরা। এ কারণেই সাধারণত, কেউ দায়িত্ব নিচ্ছে না। কেউ কিছু বলতে পারছে না।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্ট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ