Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামেক ছাত্রশিবির সভাপতিসহ গ্রেফতার ৫১

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ছাত্রশিবিরের সভাপতিসহ ৫১ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নগরীর হেতেম খাঁ এলাকা হতে ছাত্রশিবির রাজশাহী মেডিক্যাল কলেজ শাখার সভাপতি শিমন হোসেনকে (২৪) গ্রেফতার করে। এ ছাড়াও আরো দুই শিবিরকর্মীকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। মতিহার থানার মোহনপুর এলাকা থেকে গ্রেফতারকৃত দুই শিবিরকর্মী হলোÑ শরিফুল ইসলাম (২৬) ও রেজাউল করিম ওরফে কামাল (২৮)। রাজশাহী মহানগরীর চারটি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ১৫ জন, শাহমখদুম থানা ৯ জন, ডিবি পুলিশ এক জনকে গ্রেফতার করে। যার মধ্যে ২০ জন ওয়ারেন্টভ‚ক্ত আসামি, সাতজন মাদক ব্যবসায়ী, রাজনৈতিক আটক তিনজন ও অন্যান্য অপরাধে ২১ জন গ্রেফতার করা হয়েছে।
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পায়ুপথে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে রাখা অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার দুপুরে নগরীর মতিহার থানার নওদাপাড়া মিয়াপাড়া এলাকার নাজমুল ইসলাম (৩০) নামে ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী নাজমুলের বাড়িতে দুপুরে অভিযান চালানো হয়। এ সময় নাজমুলকে আটক করে স্থানীয়দের উপস্থিতিতে তার শরীরে তল্লাশি চালিয়ে পায়ুপথের মধ্যে পলিথিনে মোড়ানো অভিনব কায়দায় রাখা ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রামেক

১১ জানুয়ারি, ২০২১
১৯ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ