Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ী ছাদেকের খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে: কুমিল্লা শহরতলীর চাঁনপুর দক্ষিণ পাড়ার মৃত মোর্তুজ আলীর ছেলে ব্যবসায়ি ছাদেক আলী খন্দকারের খুনীদের গ্রেফতারের দাবীতে গতকাল শনিবার বিকেলে চাঁনপুর গ্রামের কয়েক হাজার লোক মিছিল করেছে। মিছিলে অপরাধীদের গডফাদার বিল্লালের একটি কুশপুত্তলিকা প্রদর্শন করা হয়। নিহত ছাদেকের পেত্রিক বাড়ির সামনে থেকে মিছিলটি বের হয়ে ঘাতক বিল্লালের বাড়ির কাছ থেকে ঘুরে এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
নির্ঝঞ্ঝাট, সদালাপী, সৎ ব্যবসায়ী ছাদেক আলী খুনের তিনদিন পার হলেও খুনিচক্রের অন্যতম আসামী ভূমিদস্যু বিল্লাল হোসেনের দুই ছেলে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ রিজন ও রনিকে গ্রেফতার করতে পারেনি কোতয়ালী থানা পুলিশ। তবে ঘটনার দিন ছাদেক হত্যা মামলার প্রধান আসামী বিল্লাল নিজ ঘরে লুকিয়ে থাকার পর পালাবার চেষ্টা করলে জনরোষের কবলে পড়ে। পরে পুলিশ বিল্লালকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ব্যবসায়ি ছাদেকের অন্যতম দুই খুনি রিজন ও রনি এবং অপর আসামীদের গ্রেফতারের দাবী চাঁনপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে। মিছিল শুরুর আগে এলাকার মেম্বার ইউনুস খন্দকার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গোটা চাঁনপুরবাসী দীর্ঘদিন ধরে বিল্লাল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ছিল। বিল্লালের মদতে তার দুই ছেলে এলাকায় মাদক ব্যবসা থেকে শুরু করে ছিনতাই, অস্ত্রবাজি ও সবধরণের সন্ত্রাসী কর্মকান্ড করেছে। পরে মিছিলটি চাঁনপুরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারিরা জানান, পলাতক আসামীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত চাঁনপুর বিভিন্ন কর্মসূচি পালন করবে। আজ বাদ আছর চাঁনপুর জামে মসজিদে নিহত ছাদেকের কুলখানি অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসায়ী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ