Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ী ছাদেকের খুনিরা যে-ই হোক কোনো ছাড় নেই এমপি বাহার

সাতজনকে আসামি করে মামলা

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, নির্জঞ্ঝাট, সদালাপী, সৎ ব্যবসায়ী ছাদেকের খুনিরা যে-ই হোক তাদের ছাড় নেই। এ খুনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশকে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। দেশের প্রচলিত আইনেই খুনিদের বিচার হবে।
গতকাল শুক্রবার জুমা নামাজ শেষে কুমিল্লা শহরতলীর চাঁন্দপুর জামে মসজিদ প্রাঙ্গণে বিল্লাল বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হওয়া ব্যবসায়ী ছাদেক আলী খন্দকারের জানাজা শুরুর আগে এমপি বাহার মুসল্লি ও গ্রামবাসীদের উদ্দেশ্যে তার বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পাঁচথুবি ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে যখন উন্নয়নমুখী কর্মকাÐের দিকে এগুচ্ছে তখন এ ধরনের অপ্রত্যাশিত হত্যাকাÐ কোনোভাবেই কাম্য নয়। সমাজের প্রতিটি মানুষকে পারস্পারিক সম্পর্ক, একে অন্যের প্রতি সহনশীল থাকার মানসিকতার উত্তরণ ঘটাতে হবে।
জানাজা শুরুর আগে পাঁচথুবি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, মসজিদ কমিটির সভাপতি হাজী ফরিদ উদ্দিন ও নিহত ছাদেকের ব্যবসায়িক পার্টনার মনির হোসেন বক্তব্য রাখেন। পরে কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণের মধ্যদিয়ে নিহত ছাদেকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাজারো মুসল্লি ও গ্রামবাসী চোখের পানিতে শেষ বিদায় জানায় সর্বজন প্রিয় ছাদেক আলীকে। মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে ব্যবসায়ী ছাদেক আলী খুনের ঘটনায় তার স্ত্রী ফাহমিদা রহমান মায়া বাদী হয়ে ঘাতক বিল্লাল ও তার দুই ছেলে রিজন, রনিসহ সাতজনকে আসামি করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় বৃহস্পতিবার রাতে মামলা করেছেন। মামলার প্রধান আসামি বিল্লাল হোসেন ওরফে হাজী বিল্লালকে ঘটনার দিন পুলিশ গ্রেফতার করলেও খুনের ঘটনার অন্যতম দুই আসামি বিল্লালের ছেলে রিজন ও রনি পলাতক রয়েছে। তাদেরকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুনের ঘটনায় গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিয়োজিত রয়েছে অতিরিক্ত পুলিশ। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা শহরতলীর চাঁন্দপুর পশ্চিমপাড়ার বৌবাজার রোডের কেরানি বাড়ির কাছে চাঁদার দাবিতে স্থানীয় ত্রাশ বিল্লাল বাহিনী ঢাকার ব্যবসায়ী ছাদেক আলীকে খুন করে। নিহত ছাদেক আলী (৫৫) কুমিল্লা শহরতলীর চাঁন্দপুর দক্ষিণপাড়ার মৃত মর্তুজ আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকা মিরপুরের ১০ নম্বর সেকশনে থাকতেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসায়ী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ