নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : াংলাদেশের কুস্তিগীরদের সামনে এখন বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ এসেছে। এ ধারায় লাল-সবুজের ১৬ জন কুস্তিগীর ভারতে যাবেন উচ্চতর প্রশিক্ষণ নিতে। ১ মার্চ ভারতের উত্তর প্রদেশের নবাবগঞ্জ গনদার নান্দিনী নগর স্পোর্টস কমপ্লেক্সে শুরু হবে এই প্রশিক্ষণ ক্যাম্প। যা চলবে বছরব্যাপী। মূলত দু’দেশের কুস্তি সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার ভিত্তিতেই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের এই সুযোগ পাচ্ছেন বাংলাদেশের কুস্তিগীররা। গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমস কুস্তিতে বাংলাদেশ মহিলা দল তিনটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ এবং পুরুষ দল দু’টি ব্রোঞ্জপদক জিতেছিল। ওই আসর চলাকালীন আসামের হোটেল তাজ ইন্টারন্যাশনালে সাউথ এশিয়ান কুস্তি ফেডারেশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় লাল-সবুজের কুস্তিকে এগিয়ে নিতে ভারতের সহযোগিতা চেয়েছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান। তিনি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রস্তাব করেছিলেন। যার প্রেক্ষিতে বাংলাদেশের কুস্তিগীরদের সামনে সুযোগটি এসেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ রেসলিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ বলেন, ‘এই প্রশিক্ষণ ক্যাম্পের সিংহভাগ খরচই বহন করবে ভারত। তারা বাংলাদেশের কুস্তিগীরদের প্রশিক্ষণদানের পাশাপাশি তাদের থাকা, খাওয়া, স্থানীয় যাতায়াত ব্যবস্থা, চিকিৎসা সেবাও প্রদান করবে। বাংলাদেশকে শুধুমাত্র যাতায়াত খরচ বহন করতে হবে। ১ মার্চ থেকে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হলেও বাংলাদেশের কুস্তিগীররা ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ২৭ ফেব্রæয়ারি। প্রশিক্ষণের জন্য নির্বাচিত কুস্তিগীররা হলেন- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অং চিং চাক, জ্ঞানেশ্বর দেওয়ান চাকমা, উজ্জল মিয়া, মেজবাহ উল মোকারম, শাহীনুর ইসলাম, আবদুর রশিদ হাওলাদার, আল রাজীব, রঞ্জু আহমেদ, নুরুল ইসলাম, এস এম মোকাররম হোসেন ও সিরাজুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর চন্দ্র লাল, মাহফুজ হোসেন ও মেহেদী হাসান, পুলিশের কামরুজ্জামান এবং বাংলাদেশ আনসারের মোহাম্মদ আলী আমজাদ ও অনোয়ার হেসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।