Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন আজহার

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হারের পর থেকেই বাতাসে ভাসছিল এমন খবর- ওয়ানডে অধিনায়কত্ব হারাতে পারেন আজহার আলী। হলো তাই। তবে পাকিস্তান ক্রিকেটের ভাষ্যনুযায়ী, তাকে পদচ্যুত করা হয়নি, চাপ সামলাতে না পেরে নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আজহার। তার জাগায় দেখা যাবে উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমদকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান গতকাল বলেন, ‘দলের দায়িত্ব থাকায় ব্যাটিংয়ে ঠিকমতো মনোযোগ দিতে পারিছিলেন না আজহার। এই কারণে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। এখন সে ওয়ানডেতে শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলা চালিয়ে যাবে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সরফরাজের হাতে ওয়ানডের দায়িত্ব তুলে দেয়ার।’ আজহারের অধীনে দশটি দ্বিপাক্ষিক সিরিজের পাঁচটিতে জেতে পাকিস্তান, যার দুটি জিম্বাবুয়ের বিপক্ষে ও একটি করে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সাকুল্যে ৩১ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র ১২টি জয় আজহারের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ