নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে সফলতম নাম অ্যালিস্টার কুক। সাদা জার্সিতে দশ হাজারি ক্লাবের একমাত্র ইংলিশ তো তিনিই। আজ ভারতের বিপক্ষে রাজকোটে টসে নামলে নতুন উচ্চতায় উঠবেন তিনি। মিচেল আথারটনকে টপকে ইংল্যান্ডকে সর্বোচ্চ ৫৪টি টেস্টে নেতৃত্ব দেয়ার গৌরব গায়ে মাখবেন কুক। এরই মধ্যেই দিয়ে রেখেছেন একটা আভাস। ভারত সফরের পরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে পারেন তিনি।
ঘোষণাটা অবশ্য স্পষ্ট নয়। তবে ইঙ্গিতটা তেমনি। ক্রিকেটার ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ইংলিশ অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমি জানি না আমি এটা (অধিনায়কত্ব) কতদিন চালিয়ে যাব। এটা হতে পারে দুই মাস, হতে পারে এক বছর।’
২০১০ সালে বাংলাদেশ সফরে অ্যান্ড্র স্টাউসের অনুপস্থিতিতে প্রথম অধিনায়কত্বের স্বাদ পেয়েছিলেন কুক। তবে পাকাপাকিভাবে দলের দায়িত্ব পান ২০১২ সালে। এরপর দলের ২৪টি জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। ঘরের মাটিতে তার নেতৃত্বেই দুইবার অ্যাসেজ জেতে ইংল্যান্ড। ১৩৫ টেস্টে তার ১০ হাজার ৬শ ৮৮ রান কোন ইংলিশ ব্যাটসম্যানের সর্বোচ্চ। ৩১ বছর বয়সী বলেন, ‘আমি সেই দিনটির অপেক্ষায় আছি, যেদিন ইংল্যান্ডের হয়ে কেবল একজন সাধারণ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।