Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শাটল টাইম বাংলাদেশের যাত্রা শুরু

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো ‘শাটল টাইম বাংলাদেশ’ কর্মসূচির। অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক। ঢাকার তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্কুলের ২৫ জন শিক্ষক, ১৮ জন টিউটর ও ৬ থেকে ১২ বছর বয়সী ৪০ জন ছাত্র-ছাত্রী অংশ নেন। এই কর্মসূচির আওতায় ৮টি বিভাগের ১৬টি জেলার ১৫০টি স্কুলের ২ হাজার ছাত্র-ছাত্রীকে ব্যাডমিন্টন প্রশিক্ষণ দেয়া হবে। এ সময় স্পোর্টস ম্যাটারের সিইও মিস জ্যাকি লউফ, ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আজিজ জিলানী ও কার্যনির্বাহী সদস্য বাউফলের মেয়র মো: জিয়াউল হক জুয়েল উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ