বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালা মৃধা গোবিন্দ উচ্চবিদ্যালয়ের স্থায়ী শহীদ মিনারের দু’টি পিলার ভেঙে ফেলে। সোমবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কোনো এক সময়ে এ ঘটনা ঘটাতে পারে। সকালে বিদ্যালয়ের শিক্ষক বিপুল বিশ্বাস ও কার্তিক বনিক দেখতে পান শহীদ মিনারের দু’টি পিলার হেলে পড়ে আছে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান লিটন মাতুব্বর লিটু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুর রহমান ও সদস্যবৃন্দ উপস্থিত হন। খবর পেয়ে ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মো: আশরাফ হোসেন ও সেকেন্ড অফিসার মিরাজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যপারে স্থানীয় ব্যক্তি ফকির জাহাঙ্গীর হোসেন বলেন, এই ন্যাকারজনক ঘটনা যারা ঘটিয়েছে তারা দেশের শত্রু ও জাতির শত্রু এদের কঠিন বিচার হওয়া উচিত। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফকির নওশেরুজ্জামান বলেন, এই ঘটনা যারা ঘটাতে পারে তারা দেশের যেকোনো ক্ষতিসাধন করতে পারে, এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক বেপারী বলেন, অনেক লড়াই করে দেশ স্বাধীন করেছি, এ ঘটনার তীব্র নিন্দ্রা ও ক্ষোভ প্রকাশ করছি। স্থানীয়রা প্রশাসনের নিকট দাবি জানান এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।