Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সান্তাহার সাইলোতে ওজনে কম দেয়ার অভিযোগে গম সরবরাহ বন্ধ

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহার সাইলোর অধিক্ষকের বিরুদ্ধে পুরাতন বিল্ডিংয়ের লোহা, রড, ইটসহ বিভিন্ন মালামাল বিক্রি ও কর্মচারী দ্বারা ভেঙে নেয়ার পর হাজিরা লোকের ভাউচার বানিয়ে হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়াও তার অনীহার কারণে সাইলোতে গম রোলিং না করার কারণে শত শত মেট্রিক টন গম পচে নষ্ট হয়ে সর্টেজ হওয়ায় পচা গম পরিষ্কার করে ফের ভালো গমের সাথে মিশানো হলেও শত শত মেট্রিক টন গম কম রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিসপাসের সময় প্রতি ট্রাকে ১৭০ থেকে ২০০ কেজি গম ওজনে কম দেয়ায় গত তিন দিন যাবৎ পরিবহন ঠিকাদাররা উক্ত সাইলো থেকে গম পরিবহন করা বন্ধ করে দিয়েছেন।
এদিকে গত রবিবার থেকে বাংলাদেশ কেন্দ্রীয় খাদ্য পরিবহন টিকাদার অ্যাসোসিয়েশন নোটিশ দিয়ে সাইলো থেকে ইস্যুকৃত গম লোডিং সরবরাহ বন্ধ করে দিয়েছে। নোটিশে বলা হয়েছে, সিআরটিসি ঠিকাদার ও প্রতিনিধিদের জানানো যাচ্ছে যে, সান্তাহার সাইলো থেকে প্রেরণ করা প্রতি ট্রাকে ১৭০ থেকে ২০০ কেজি পর্যন্ত সীমা অতিরিক্ত ঘাটতি হওয়ার কারণে এবং কি কারণে ঘাটতি সংঘটিত হচ্ছে তা উদঘাটন করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইস্যুকৃত মালামাল লোডিং বন্ধ থাকবে। এ বিষয় নিয়ে সাইলোর অধিক্ষক মো: ইলিয়াছ হোসেনের সাথে কথা বললে ডিজিটাল পরিমাপ যন্ত্রের মাধ্যমে ওজন করে বুঝে দেয়া হচ্ছে। সবাই বন্ধ করেননি দুই-একজন নিচ্ছে। বিল্ডিং বা মালামালের অভিযোগটি সত্য নয়, খাদ্য অধিদফতরের টেন্ডারের মাধ্যমে কাজ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সান্তাহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ