Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজির পুরস্কার ডেটিং!

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এখন থেকে বাজি ধরতে বোধহয় দুবার ভাববেন ইউজিন বুশার্ড। বাজি ধরলেও অন্তত রাগবি সুপারস্টার টম ব্র্যাডিকে নিয়ে কখনোই নয়। টুইটারে বাজিতে হেরেই যে এখন এক অচেনা ভক্তের সঙ্গে ডেটিংয়ে যেতে হচ্ছে কানাডিয়ান টেনিস সুন্দরীকে! হিউস্টনে গেল পরশু এনএফএল ফাইনালে আটলান্টা ফ্যালকনের কাছে হার একরকম নিশ্চিত ছিল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের। টম ব্র্যাডির নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস তখন ২৮-৩ ব্যবধানে পিছিয়ে। আটলান্টার জয় নিশ্চিত ভেবে সে সময়ই টুইট করলেন বুচার্ড, ‘আমি জানি, আটলান্টাই জিতবে।’ তখনই বুশার্ডকে চ্যালেঞ্জ করে পাল্টা টুইট করেন এক রাগবি ভক্ত, ‘যদি প্যাট্রিয়টস জেতে আমরা কি ডেটে যাব?’ সঙ্গে সঙ্গে বুশার্ডের রি-টুইট, ’নিশ্চয়ই!’ কিন্তু এরপর যা ঘটল, সেটা হয়তো বুশার্ড কল্পনাও করেননি! ২৫ পয়েন্ট পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়াল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস, ৩৪-২৮ পয়েন্টে জিতে নিল সুপারবোল শিরোপা! ব্যাস, দেয়া কথা রাখতে অচেনা সেই ভক্তের সঙ্গেই ডেটিংয়ে যেতে রাজি ২২ বছর বয়সি সাবেক উইম্বলডন ফাইনালিস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ