Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াহ-শেরিকার বাজিমাত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

দ্বৈরথটা ছিল মূলত নোয়াহ লাইলস ও এরিয়ন নাইটনের মধ্যে। তবে ২০০ মিটারের সে লড়াইয়ে জিতলেন নোয়াহ। মুকুট ধরে রাখার পথে মাইকেল জর্ডানের ২৬ বছরের পুরনো যুক্তরাষ্ট্রের জাতীয় রেকর্ডও ভাঙলেন এই স্প্রিন্টার। গতকাল সকালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে ১৯ দশমিক ৩১ সেকেন্ড সময় নিয়ে কেনি বেডনারেক ও নাইটনকে পেছনে ফেলেন নোয়াহ। এক সেকেন্ডের একশ ভাগের এক ভাগ কম সময় নিয়ে নোয়াহ ভাঙেন জনসনের কীর্তি। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকসে ১৯ দশমিক ৩২ সেকেন্ড সময় নেন জনসন। তবে ২০০ মিটারে বিশ্ব রেকর্ড এখনও কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের। ১৯ দশমিক ১৯ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।
একই দিন মেয়েদের ২০০ মিটারে বাজিমাত করেছেন জ্যামাইকার শেরিকা জ্যাকসন। ২১ দশমিক ৪৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন তিনি। আসরে ১০০ মিটারে সোনা জেতা শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস ২০০ মিটারে ২১ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে রুপা পেয়েছেন। ২০১৯ সালে দোহার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে সোনা জেতা যুক্তরাজ্যের ডিনা অ্যাশের-স্মিথ এবার ২২ দশমিক ০২ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। দুঃসময় কাটিয়ে ট্র্যাকে ফিরে ব্রোঞ্জ পাওয়াটাই অবশ্য ডিনার জন্য অনেক প্রাপ্তির বলতে হবে। ২০২১ সালে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টোকিও অলিম্পিকসে সুবিধা করতে পারেননি তিনি। বছরের শুরুতে প্রিয় দাদি মারা যাওয়ায় মানসিক অবসাদও পেয়েছিল তাকে। ওরিগনের সাফল্য তাই ডিনার জন্য বিশেষ কিছুই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াহ-শেরিকার বাজিমাত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ