Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’দিনের ম্যাচে সতর্কবার্তাই পেলো মুশফিকরা

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা হায়দারাবাদ (ভারত) থেকে : সাকিব, তাসকিন খেলেননি, কামরুল ইসলাম রাব্বী করেননি বল। তারপরও হায়দারাবাদ টেস্টকে সামনে রেখে জিমখানা ক্রিকেট গ্র্যাউন্ডের ম্যাচ থেকে ভালো সতর্ক সঙ্কেতই পেয়েছে বাংলাদেশ দল। প্রথম দিনে ভারত ‘এ’ দলের বাঁ-হাতি স্পিনার অঙ্কিত চৌধুরী দিয়েছেন ধাক্কা বাংলাদেশ দলের ইনিংসে (৪/২৬)। দ্বিতীয় দিনে বাংলাদেশ বোলারদের পাড়া মহল্লা মানে নামিয়ে এনেছে ভারত ‘এ’ দল। লঙ্গার ভার্সন ম্যাচকে ওয়ানডে ম্যাচের উত্তাপ দিয়ে ওভারপ্রতি ৫.১২ হারে রান করে প্রথম ইনিংসে লিড নিয়েছে তারা ২৩৭ রানের। তিন সেঞ্চুরিয়ানের ব্যাটে (প্রিয়ানাক পাঞ্চাল ১০৩, শ্রীয়াস ইয়ার ১০০, বিজয় শঙ্কর ১০৩) ভর করে স্কোর টেনে নিয়েছে স্বাগতিক দলটি ৪৬১/৮ ডি. পর্যন্ত। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে দু’অধিনায়ক ড্র’তে সম্মতি হলে ম্যাচের সমাপ্তি হয়েছে সমতায়। তবে দ্বিতীয় দিনে বাংলাদেশ বোলারদের মনোবলে ধাক্কা দিয়েছে ভারত ‘এ’ দলের ব্যাটসম্যানরা। উইকেটহীন মিরাজ ওভারপ্রতি খরচা করেছেন ৫.৭৫ রান। মাহমুদুল্লাহ’র খরচা সেখানে ওভারপ্রতি ৮.০০ রান!
ভারত ‘এ’ দলের ব্যাটসম্যান বিজয় শঙ্কর ৮ নম্বরে নেমে ৮১ বলে হার না মানা ১০৩ রান, দ্বিতীয় উইকেট জুটির ১৫৯ও অষ্টম জুটির ১১৫ মুশফিকরদের দিয়েছে সতর্ক সঙ্কেত। দুইদিনের ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে ইমরুল কায়েসের ইনজুরি আরো বড় দুঃসংবাদ হতে পারত। দ্বিতীয় ইনিংসের প্রথম বলে হারদিক পাÐিয়ার লো বাউন্সি ডেলিভারিতে কুঁচকিতে আঘাত পেয়ে পিচের উপর শুইয়ে পড়ে ব্যাথায় কাতর হয়ে পড়েছিলেন তামীম। তবে পরবর্তীতে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে খেলেছেন ৪২ রানের হার না মানা ইনিংস। জয়ন্ত যাদবকে লং অফের উপর দিয়ে ছক্কার শটটি তার প্রথম স্কোরিং শট। ভারত ‘এ’ দলের মতো আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তামীম এদিন। তামীমের দেখা-দেখি ইতিবাচক ব্যাটিং করতে করতে বাঁ-হাতি স্পিনার কুলদ্বীপ যাদবকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে স্ট্যাম্পিংয়ে কাঁটা পড়েছেন সৌম্য (২৫), প্রথম বলেই সিøপে ক্যাচ দিয়েছেন মুমিনুল (০)। দুইদিনে নেমে আসা ম্যাচটি শুভাশিষ (৩/৫৭) এবং তাইজুল (৩/১৪১) ছাড়া কারো অনুশীলনটাই যে হয়নি বাংলাদেশ দলের অন্য বোলারদের।
তবে দুই দিনের ম্যাচ থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন বলে দাবি করছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামÑ ‘নিউজিল্যান্ডের চেয়ে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশন এখানে। দেশের মাটিতে আমরা অনুশীলনের তেমন সুযোগ পাইনি। তাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল অন্য কন্ডিশনে এবং এখানকার উইকেটে কেমন খেলি, ভারতের ব্যাটসম্যানরা কেমন শটস খেলে তা জানার। এটাই জানতে পেরেছি।’
ভারত ‘এ’ দলের ব্যাটসম্যানরা যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করেছে, তাতে হায়দারাবাদ টেস্টটা যে বাংলাদেশ বোলারদের ফেলবে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে, তা ধরেই নিয়েছেন তাইজুলÑ ‘মনে হচ্ছে মূল ম্যাচে আমাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হবে। কারণ ভারত তাদের কন্ডিশনে অনেক শক্তিশালী দল। তাই এই ম্যাচ থেকে যা নেয়ার তা নিয়ে কাজে লাগাতে চাই। এই ম্যাচে ভারত ‘এ’ দলের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ব্যাটিং করেছে। টেস্টে তারা আরো বেশি আক্রমণাত্মক ব্যাটিং করতে চাইবে। তাই এসব নিয়ে কাজ করতে হবে। ’
উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট জয়ের টাটকা স্মৃতি আছে বাংলাদেশ দলের। ওই সুখস্মৃতি থেকেই টনিক নিয়ে ভারতের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ দল, এ ঘোষণাই দিয়েছেন তাইজুলÑ ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা যে টেস্ট জিতেছি, অনেকটা একই কন্ডিশনে খেলা হবে বলে ওই ম্যাচ থেকে আত্মবিশ্বাসী হতে পারি। নিউজিল্যান্ড সফরে দু’টি টেস্টেও কিন্তু প্রথম ইনিংসে আমরা ভালো করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিক

১৮ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ