Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিভিন্ন অনিয়মের অভিযোগে গতকাল রাজধানীর মোহাম্মদপুরে একটি খাবার হোটেলসহ তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আর্মড পুলিশ ব্যাটালিয়ন -৫ (এপিবিএন) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী এ অভিযান পরিচালনা করেন। মো: সাইদুর রহমান রুবেল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদউর্ত্তীণ খাবার বিক্রয় করায় মোহাম্মদপুরে নিউ আল আমিন হোটেলের ব্যবস্থাপক মো: আব্দুল রশিদকে ৩০ হাজার টাকা এবং খাবার পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ ব্যতীত খাবার পণ্য বিক্রয় করায় নাবিল ওয়েল ফুড এর ম্যানেজার পালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আল্লাহর দান জেনারেল স্টোর এর ব্যবস্থাপক বেলাল হোসাইনকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাইদুর রহমান রুবেল আরো জানান, ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ