বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাপাসিয়া উপজেলা সংবাদদাতা : নিখোঁজের চার দিন পরও সন্ধান মেলেনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির দুই মেধাবী ছাত্রের। নিখোঁজদের পরিবারের সুত্রে জানা যায়, উপজেলার কড়িহাতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সৌরভ (১০) এবং একই গ্রামের সবুজ মিয়ার ছেলে জজমিয়া (১০) গত পহেলা ফেব্রæয়ারি সকালে স্কুল যাওয়ার পথে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে উভয়পরিবারের লোকজন তাদের আত্বীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে উপজেলা সর্বত্র ব্যাপক মাইকিং করা হয়। সৌরভের পিতা শফিকুল ইসলাম জানায়, তার ছেলে সৌরভ গত বুধবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে স্কুলে উদেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সে জানতে পারে প্রতিবেশী সবুজ মিয়ার ছেলে জজমিয়াকেও খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাদেরই প্রতিবেশী সেরাজুল জানান, তাদের দু’জনকে ওই(বুধবার) দিন দুপুর ২টার দিকে কাপাসিয়া বাজার হতে সাফাইশ্রী খেয়াঘাট পার হয়ে বাড়ির দিকে যেতে দেখেছেন। দুই ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনায় কাপাসিয়া থানায় গত ৩ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি (ডাইরি নং ৯৫) করা হয়েছে। কাপাসিয়া থানার ওসি আবু বককর সিদ্দিক জানান, দুই ছাত্র উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।