Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা আলিয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১১ পিএম

সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত সরকারি মাদ্রাসা-ই- আলিয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ড স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের বিরুদ্ধে সংগঠনের শৃংঙ্খলাবিরোধী অভিযোগের ভিত্তিতে উপর্যুক্ত কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোতে ব্যর্থ হওয়ায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

গত বছরের ২৯ শে নভেম্বর জুবায়ের খানকে সভাপতি ও মোতাকিফ বিল্লাহ জুনায়েদকে সাধারন সম্পাদক করে এক বছরের জন্য সরকারি মাদরাসা-ই-আলিয়া ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ