Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যারা আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানবে তারাই পৃথিবীতে সভ্যজাতি-ফুরফুরার পীর সাহেব

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : ফুরফুরার পীর সাহেব বলেন, আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন সভ্য করে। আল্লাহ হযরত আদম (আ:) কে সভ্যতা দিয়ে পাঠিয়েছেন। মানুষ কখনও অসভ্য ছিলনা। এক শ্রেণির মানুষ বনে বাদারে উলঙ্গ জীবনযাপন করত, তাদেরকে অসভ্যজাতি বলা হতো। এই নেংটা ও উলঙ্গপনাকে এখন যারা সভ্যতা বলে দাবি করে তাদের মধ্যেই এটা বিস্তার লাভ করেছে। সভ্যতার মধ্যে থেকেও তারা অসভ্য। যারা আল্লাহর বিধানের বাইরে তারাই অসভ্য। যারা আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভারে মানবে তারাই সভ্য। তিনি বলেন আমরা কুরআনের কিছু মানি কিছু মানিনা। এজন্যই পৃথিবীতে লাঞ্ছিত ও অপমানিত হচ্ছি। শনিবার রাতে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ বায়তুল আমান জামে মসজিদ আয়োজিত বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি ওয়াজ করেন। স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে মাহফিলে আরও ওয়াজ করেন নেছারাবাদ দরবার শরীফের মাওলানা কাজী মো: নুরুজ্জামান, মাওলানা আবদুল্লাহ আল-মামুন ও মাওলানা মো: রুহুল আমীন প্রমুখ। পীর সাহেব আরও বলেন যারা আল্লাহর সাথে শরীক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। একদল লোক বলে বেড়ায়, আল্লাহর ক্ষমতা নবীকে দিয়েছেন নবীর ক্ষমতা এখন বাবার কাছে। এই আকিদা যারা পোষণ করে তারা মুশরিক। তিনি পবিত্র কুরআনের উদ্বৃতি দিয়ে বলেন আল্লাহ মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এই মাটিতে আবার ফিরে যেতে হবে, আবার এ মাটির মধ্য থেকে পুনরায় জীবিত করা হবে। তাই আমাদের পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে হবে।



 

Show all comments
  • তাজিমুল ইসলাম ১০ আগস্ট, ২০১৮, ৬:১৬ পিএম says : 0
    খুব সুন্দর ,বলছেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লাহ

৩১ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ