Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাগনভূঞা বিএনপির মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দাগনভূঞা (ফেনী) উপজেলা সংবাদদাতা : দাগনভূঞায় বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা গতকাল (শুক্রবার) বিকেলে স্থানীয় বদরের নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির প্রচার সম্পাদক সাইফুর রহমান স্বপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহেনা আকবর, জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক চুট্টু, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হিরণ ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন বাচ্চু, পৌর বিএনপির সভাপতি শফিকুর রহমান বাবুল, মাতুভূঞা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি দলিল আহম্মদ দুলাল, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদল সভাপতি নিজাম উদ্দিন হুদন প্রমুখ।
মতবিনিময় সভায় ৬টি ইউনিয়নের আহŸায়ক কমিটি গঠন করা হয়। সিন্দুরপুর ইউনিয়নে আহŸায়ক দলিল আহাম্মদ দুলাল, পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে মাস্টার কামাল উদ্দিন, রামনগর ইউনিয়নে মাহমুদুল হক মাদু, দাগনভ‚ঞা সদর ইউনিয়নে মকবুল আহমদ, মাতুভ‚ঞা ইউনিয়নে সামছুল হক নকু, জায়লস্করে হাজী আবদুল মতিন কোম্পানী। গঠিত আহŸায়ক কমিটি আগামী ১৫ মার্চের মধ্যে ওয়ার্ড কমিটি ও ৩১ মার্চ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ