Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দেশের সংবিধান সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না’-স্থানীয় সরকার মন্ত্রী

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : বর্তমান সরকার দেশের সকল জনগোষ্ঠীকে সমান চোখে দেখে উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসের বলেছেন, সকল শ্রেণীর জনগোষ্ঠীর মানোন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করে চলেছে। যার ফলে দেশ সমান তালে বিশ্ব দরবারে এগিয়ে যাচ্ছে ।
মন্ত্রী গতকাল (শনিবার) দুপুরে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে (পৌর অডিটোরিয়ামে) হরিজন সম্প্রদায়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মহাসমাবেশে এই কথা বলেন । মন্ত্রী আরো বলেন, দেশের সংবিধান সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। বর্তমান শেখ হাসিনার নেতৃতাধীন সরকারও কোনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না। তিনি বলেন, এই সরকার জাতিভেদে বিশ্বাস করে না, আমরা সমাজের সকলকে নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
তিনি হরিজন নেতাদের বিভিন্ন দাবির বিষয় উল্লেখ্য করে বলেন, আপনাদের বাসস্থান ও চলমান বেতন কাঠামো আপনাদের সুবিধামতো করে দেয়া হবে।
রিপন হরিজনের সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, হরিজন সম্প্রদায়ের কেন্দ্রীয় নেতা মন্টু রাম হরিজন, কেন্দ্রীয় মহাসচিব নির্মল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ