বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যায় যত শক্তিশালী বা প্রভাবশালীই জড়িত থাকুক না কেন তাকে বিচারের আওতায় আনা হবে। সেখানের মেয়র জড়িত থাকলে তাকে গ্রেফতার করা হবে। গতকাল (শনিবার) দুপুরে রাজধানীর মহাখালীর আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিক শিমুল হত্যাকাÐে জড়িতদের ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। হলি আর্টিজান ও শোলাকিয়া হামলায় কারা জড়িত তা আজ শনাক্ত হয়েছে। দেশি-বিদেশি চক্রান্তে এদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা হয়েছে। আজকে দেশের মানুষ ঐক্যবদ্ধ বলেই জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সফল হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাÐ রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। কেউ যদি কোনো সন্ত্রাসী কর্মকাÐ চালায় তাহলে সরকার তা সহ্য করবে না। সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। সিরাজগঞ্জে সাংবাদিক হত্যার সঙ্গে যদি স্থানীয় মেয়র জড়িত থাকেন তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে। এ ঘটনার পর যারা গ্রেপ্তার হয়েছেন তারা এর সঙ্গে জড়িত বলে দাবি করেন মন্ত্রী।
স্কুলের গভর্নিং বডির সভাপতি ও মুক্তিযোদ্ধা এ কে এম জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, জমিয়াতুল মুদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কমিশনার মো. নাসির প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরু ও তার প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের নিউজ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তিনি মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।