বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, বাংলাদেশের মহিলাদের বিশেষ সামাজিক মর্যাদা রয়েছে। মহিলাদের ক্ষমতায়নসহ সার্বিক উন্নয়নের জন্য আলাদাভাবে মন্ত্রণালয় গঠন করা হয়েছে। যা পৃথিবীর কোনো দেশে নেই। এ মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের মহিলাদের ক্ষমতায়ন করা হচ্ছে। ডিজিটাল পদ্ধতি হচ্ছে সময় ও অর্থ বাঁচানো। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অতি সহজেই দেশের সকল ক্ষেত্র থেকে দুর্নীতি দূরীভূত করা সম্ভব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে।
তিনি গত বৃহস্পতিবার রাতে নরসিংদী শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোনোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। এবারের উদ্ভাবনী মেলায় ৪৩টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব স্টল সমূহ খোলা থাকবে। মেলায় অংশগ্রহণকারী স্টল সমূহের মধ্যে রয়েছে, নরসিংদী জেলা প্রশাসন, নরসিংদী পলিটেকনিক একাডেমী, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, বিআরটিএ, একটি বাড়ী একটি খামার প্রকল্প, এনআরবিসি ব্যাংক, পরিবার পরিকল্পনা, নেটস্কোপ (ব্রডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠান), পল্লীবিদ্যুৎ সমিতি, ট্যাক্সঅফিস, বিক্রয় ডট কম, পরিবেশ অধিদপ্তর, ডায়াবেটিক হাসপাতাল, নরসিংদী সমাজ সেবা কার্যালয়, আশ্রায়ন প্রকল্প, সহকারী কমিশনার (ভূমিগণ), পুলিশ সুপার কার্যালয়, সিভিল সার্জন, এলইডিপি রেজিস্টেশন বুথ, কৃষি সম্পদ বিভাগ, জেলা শিক্ষা অফিস, প্রাণি সম্পদ বিভাগ, মৎস্য সম্পদ বিভাগ, পোস্ট অফিস, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিটিআই) রায়পুরা, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মুক্তপাঠ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিজ্ঞানের রাজ্য, পাপড়ি, মাধবদী এস.পি. (সতী প্রসন্ন) ইন্সটিটিউশন, নরসিংদী জেলার ইউডিসি, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।