বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লন্ডন সংবাদদাতা : আগামীকাল ৫ ফেব্রুয়ারি মৌলভীবাজারে অনুষ্ঠিতব্য আল্লামা ফুলতলী ছাহেব রচিত নালায়ে কলন্দর-এর গীতি অনুষ্ঠান ‘নাশিদ মাহফিল’ সফল করার আহ্বান জানিয়েছেন সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকের পরিচালক ও ইউকে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক আলহাজ হাফিয সাব্বির আহমদ।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘আধ্যাত্মিক সম্রাট, সুফি কবি আল্লামা ফুলতলী ছাহেব (র.) তাঁর জীবনের বিশেষ এক সন্ধিক্ষণে ‘নালায়ে কলন্দর’ বা কলন্দরের কান্না নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। উর্দু ভাষায় রচিত এ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা যুগ যুগ ধরে গীত হয়ে আসছে। মুমিন মুসলমানদের মনে এর আবেদন অপরিসীম। এই প্রথমবারের মতো নালায়ে কলন্দরের একক গীতি অনুষ্ঠান লতিফিয়া বিজনেস ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। অপসংস্কৃতির মোকাবিলায় এ রকম একটি অনুষ্ঠান মাইলফলক হিসেবে কাজ করবে। আমি এ অনুষ্ঠানের সফলতা কামনা করছি।’
উল্লেখ্য, ৫ জানুয়ারি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। একক শিল্পী হিসেবে নালায়ে কলন্দর থেকে গজল পরিবেশন করবেন জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুল।
এতে প্রধান অতিথি থাকবেন আন্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি থাকবেন অধ্যক্ষ মাওলানা সরকার মুহাম্মদ কাফীলুদ্দীন সালেহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।