নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) বড় জয় পেলেও দিনের অন্য ম্যাচে ঢাকা শিক্ষা বোর্ড কষ্টার্জিত জয় তুলে নেয়। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বিকেএসপি ১২-১ গোলে হারায় জয়পুরহাট জেলাকে। বিজয়ী দলের সোহানুর রহমান একাই সাতটি গোল করেন। বাকি গোলগুলোর মধ্যে শফিউল আলম দু’টি এবং রাজু আহমেদ, আরশাদ হোসেন ও খলিলুর রহমান একটি করে গোল করেন। জয়পুরহাটের হয়ে এক গোল শোধ দেন রাসেল। দ্বিতীয় ম্যাচে ঢাকা শিক্ষা বোর্ড টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় ঢাকা জেলাকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। আজ টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে দুপুর ১টায় বিকেএসপি খেলবে ঢাকা জেলার বিপক্ষে। বিকাল তিনটায় দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা শিক্ষা বোর্ডের প্রতিপক্ষ জয়পুরহাট জেলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।