Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিরাইয়ে দুই অপহৃত উদ্ধার : গ্রেফতার ৩

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দিরাই উপজেলা সংবাদদাতা : দিরাইয়ে পৃথক দু’টি অপহরণের ঘটনায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে অপহৃতদের উদ্ধার ও অপহরণ চক্রের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে দিরাই থানায় পৃথক দু’টি মামলা করা হয়েছে। দিরাই থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতির গ্রামের মো. আমির হোসেন (৪০) গত ২০ জানুয়ারি ভোরে বাড়ি থেকে হাওরে যাওয়ার পথে অপহরণের শিকার হন। ২৮ জানুয়ারি আমির হোসেনের নাম্বারে তার ভাতিজা আলী হায়দার ফোন দিলে অপরিচিত একজন ফোন ধরে তার চাচাকে ফেরত পেতে হলে ৮০ হাজার টাকা দাবি করেন। পরদিন আলী হায়দার দিরাই থানায় তার চাচা হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি এবং সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্পে গিয়ে কোম্পানি অধিনায়ক বরাবরে অভিযোগ দাখিল করেন। ৩১ জানুয়ারি র‌্যাবের পরামর্শানুযায়ী অপহরণকারীদের দেয়া বিকাশ নাম্বারে ৫ হাজার টাকা দেয়া হয়। বিকাশের টাকা উত্তোলনের সময় জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারের পার্শ্বস্থ মকরমপুর সুপার মার্কেটের ইউসুফ টেলিকম থেকে অপহরণকারী ডিগারকুল গ্রামের মো. পারিফ মিয়ার ছেলে সহোদর হাবিবুর রহমান (২৭) ও মো. আবু তাহেরকে (৪০) আটক ও অপহৃত আমির হোসেনকে উদ্ধার করে বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিয়মিত মামলা দিয়ে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ