Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঠালবাড়ি শ্রমিকদের নিয়ে সভা স্পীডবোটে ভাড়া কমলো ২০ টাকা

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : শিবচরের কাঠালবাড়ি ইলিয়াছ আহমেদ চৌধুরী ঘাটে নৌ-যান ও যানবাহন শ্রমিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্যকালে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী দক্ষিণাঞ্চলের যাত্রী সেবা নিশ্চিত করতে সংসদ সদস্য নূর ই আলম চৌধুরীর কঠোর মনোভাবের কথা তুলে ধরেন। যাত্রী ভোগান্তি, অনিয়ম ও দুর্ভোগ হলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণাও দেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, দেলোয়ার হাওলাদার, সোহেল বেপারি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাহার বেপারিসহ বিভিন্ন জেলার পরিবহন ও নৌ-যান সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শরীয়তপুর কাঠালবাড়ি রুটে নতুন বাস সার্ভিস উদ্বোধন করা হয়। এদিকে এ সভার পর রাতেই উভয় পাড়ের স্পীডবোট মালিক সমিতি সভা করে স্পীডবোট ভাড়া ২০ টাকা কমিয়ে ১শ’ ৩০ টাকা নির্ধারণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ