Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে ২টি ট্রাকে ডাকাতি ৭৫ হাজার টাকা লুট

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : বুধবার রাতে দিনাজপুরে সড়ক ডাকাতিতে সিমেন্ট বোঝাই ২টি ট্রাকের ব্যবসায়ী ও চালকের ৭৫ হাজার টাকা লুট করা হয়েছে। দিনাজপুর শহরের পুলহাট এলাকার ট্রাক চালক আবেদ আলী জানান, বুধবার দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী নামকস্থানে গাছ ফেলে একদল ডাকাত ২টি সিমেন্ট বোঝাই ট্রাকে ডাকাতি করে নগদ ৭৫ হাজার টাকা লুট করেছে। ডাকাতেরা ট্রাকে থাকা ব্যবসায়ী শামসুল আলম ও ট্রাক চালক হামিদুল হকের কাছে থাকা ৭৫ হাজার টাকা, ৪টি মোবাইল সেট ও ৩টি হাতঘড়ি লুট করে।
ঘোড়াঘাট থানার ওসি মো: ইসরাইল হোসেন জানান, তিনি সাক্ষী দেয়ার জন্য রাজশাহীতে রয়েছেন। ঘোড়াঘাটে ফিরে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনাজপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ