বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে ২৫ মন জাটকা জব্দ করেছেন পাগলা কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) দিবাগত রাত ৩টায় মালিকবিহীন অবস্থায় ৩টি যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ করা হয়। দুপুরে পাগলা কোস্টগার্ড প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লিডার পেটি অফিসার এম হাসান এর নেতৃত্বে একটি অপারেশন দল ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘এম ভি রাসেল-৫’, ‘এম ভি ফারহান-৩’ ও ‘এম ভি কোকো-১’ যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২৫ মন অবৈধ জাটকা আটক করা হয়।
জব্দকৃত জাটকা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো. বেলাল হোসেন এর কাছে হস্তান্তর করা হয়। পরে তিনি জাটকাগুলো অত্র জেলার ৩১টি মাদরাসা-এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করেন। কোস্ট গার্ড স্টেশান পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।