Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্টে ফিরলেন শফিউল, লিটন

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মুমিনুলের পাঁজরের ব্যথা নিয়ে শংকার কিছুই ছিল না। মনের জোরে যেভাবে গত ৪ দিন করেছেন অনুশীলন, তাতে মুশফিকুরের বৃদ্ধাঙ্গুলের ইনজুরি মেনেছে হার টেস্ট অধিনায়ক মুশফিকুরের দৃঢ় মনোবলে। তা আগে-ভাগেই জেনে গেছে নির্বাচকরা। অবশিষ্ট ছিল ওয়েলিংটন টেস্টে উরুতে চোট পাওয়া ইমরুল কায়েসের পরীক্ষা। তার জন্য অপেক্ষা করতে হয়েছে গতকাল পর্যন্ত। পর পর দু’দিনের ফিটনেস টেস্টে উতরে গেছেন এই বাঁ হাতি ওপেনারও। এই তিন অভিজ্ঞ টেস্ট ক্রিকেটারকে নিয়েই আজ সকাল ৯টার ফ্লাইটে হায়দারাবাদের উদ্দেশে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল।
২০১৪৫-১৫ মওশুমে জাতীয় লীগে ১২শ’ রান করে আলোচনায় উঠে এসেছিলেন লিটন দাস। আলোচনায় থাকতে থাকতে পেয়েছেন টেস্ট ক্যাপ। ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে অভিষেক ইনিংসে ৪৪, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৫০-তিন টেস্টে ৯৭ রান (গড় ৩২.৩৩) নিয়ে লিটন দাস নিজেও ছিলেন না নিজের উপর সন্তুষ্ট। সম্প্রতি বিসিএলে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে ডাবল সেঞ্চুরি (২১৯) ১৫ মাস পর টেস্ট দলে ফিরিয়ে এনেছে লিটন দাসকে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফরের ঠিক প্রাক্কালে বিপিএলের ম্যাচে হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে পড়েছিলেন সফরের দল থেকে পেস বোলার শফিউল ইসলাম। এক সিরিজ পর ফিরেছেন দলে এই পেস বোলার।
এই দুইজনকে জায়গা দিতে ভারত সফরের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে মুশফিকুরের ইনজুরিতে ক্রাইস্টচার্চ টেস্টে অভিষেক হওয়া উইকেট কিপার ব্যাটসম্যান নূরুল হাসান সোহানকে। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে তার লড়াকু ৪৭ রানের ইনিংস হয়নি বিবেচ্য। দলের সঙ্গে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত ব্যাক আপ বয় নাজমুল হোসেন শান্ত’র মাথায় ক্রাইস্টচার্চ টেস্টে টেস্ট ক্যাপ উঠলেও ভারত সফরের টেস্ট দলে জায়গা হয়নি তার! নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে সর্বাধিক ৭ উইকেট পেয়েও ব্রাত্য পেস বোলার রুবেল হোসেন। ভারত সফরের টেস্ট স্কোয়াডে হননি বিবেচ্য।
যে ক্রিকেটারের কাছে রাজিব গান্ধী স্টেডিয়াম, হায়দারাবাদের অলি-গলি অতি পরিচিতÑ সানরাইজার্স হায়দারাবাদের সেই হিরো কাটার মাস্টার মুস্তাফিজুরকে যাবে না হায়দারাবাদ টেস্টে দেখা! মুস্তাফিজুরের স্কিল ফিটনেসের ঘাটতি ধরা পড়ায় বাঁ হাতি কাঁটার মাস্টার হননি টেস্ট দলে বিবেচ্য। গতকাল সংবাদ সম্মেলনে হায়দারাবাদ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মুস্তাফিজুরকে দলে না রাখার কারণ হিসেবে এ যুক্তিই দেখিয়েছেনÑ ‘ফিজিও বলেছে ফিজিক্যালি ফিট। ফিজিক্যাল ফিটনেস ঠিক আছে, উন্নতি হয়েছে। কিন্তু স্কিল ফিটনেসে আরো সময় লাগবে। টেস্টে ম্যাচে অনেক বেশি বল করতে হয়। ও ধরনের ফিটনেসে এখনও রিকভারি করেনি। বিকল্প খেলোয়াড়ের অভাব থাকায় ক্রাইস্টচার্চ টেস্টে ওকে আমরা রেখেছিলাম। দলকে যেনো সাহায্য করতে পারে, সেজন্যই ক্রাইস্টচার্চ টেস্টের ১৪ সদস্যের দলে রাখা হয়েছিল। তাছাড়া লংগার ভার্সনে না খেলে  টেস্ট ক্রিকেটে পরীক্ষা করা যায় না। ও তো আমাদের সম্পদ। ওকে আমাদের আস্তে আস্তে সুস্থ করতে হবে। কারণ, সামনে বাংলাদেশকে খেলতে হবে অনেক ম্যাচ।’
উইকেট কিপার হিসেবে সময়ের সেরা সোহান। তবে দলের ব্যাটিং শক্তি বাড়িয়ে নিতে দীর্ঘ পরিসরের ম্যাচে সোহানের অভিজ্ঞতা হয়েছে বিবেচ্য, পাশাপাশি উইকেট কিপিংও করতে পারেন বলে লিটন দাসকে টেস্ট দলে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন নান্নুÑ ‘লিটনকে আমরা সোহানের জায়গায় নিয়েছি। মাঝে বেশ কিছুদিন লিটন ইনজুরিতে পড়ে ফর্ম হারিয়েছিল। বিসিএলে ডাবল সেঞ্চুরি করায় ওকে দলে রাখা হয়েছে। যেহেতু উপমহাদেশে আমরা খেলব, তাই সোহানের জায়গায় লিটনকে নেয়া হয়েছে। অবশ্যই সোহান বেটার উইকেট কিপার। তবে এখানে আমরা ব্যাটিংকে বেশি গুরুত্ব দিয়েছি। কারণ, ভারতের মাটিতে ব্যাটসম্যানদের অনেক সংগ্রাম করতে হয়।’
শফিউল ফিটনেস ফিরে পাওয়ায় রুবেলের জায়গা হয়নি বলে জানিয়েছেন নান্নুÑ ‘নিউজিল্যান্ড সফরের আগে আমরা যে স্কোয়াড দিয়েছিলাম, সেখানে পেস ডিপার্টমেন্টে সেখানে শফিউল আমাদের প্রথম চয়েস ছিল। শফিউল ইনজুরিতে পড়ায় রুবেলকে নেয়া হয়েছে। যেহেতু শফিউল ফিট আছে, ভালো আছে, তাই তাকে রিপ্লেস করা হলো।’  
ভারতের ঘোষিত স্কোয়াডে চার চারজন সময়ের সেরা স্পিনার। সেখানে বাংলাদেশ দলে স্পেশালিস্ট স্পিনার ৩ জন। পেস বোলাররদের সংখ্যা সেখানে ৪ জন। তবে টীম ম্যানেজমেন্টের মতামত নিয়ে যে দলটি তৈরি করেছেন, সেই দলটির উপর ভরসা আছে প্রধান নির্বাচকেরÑ ‘টেস্টে ভারত আমাদের থেকে অনেক বেশি ভাল দল। অনেক বেশি অভিজ্ঞ। লংগার ভার্সন টেস্ট ক্রিকেটে আমরাও এগিয়ে যাচ্ছি। সেই চিন্তা-ভাবনা করেই কিন্তু আমাদের স্কোয়াড সাজানো। আমাদের খেলোয়াড়দের এখন যথেষ্ট অভিজ্ঞতা আছে। ভারতে যথেষ্ট ভালো খেলবে আশা করছি।’
ভারত সফরে ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে বাড়তি একজন পেস বোলারকে নিয়ে যাওয়া হচ্ছে। তাসকিনকে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারী অনুশীলন ম্যাচে বিশ্রামে রেখে তার পরিবর্তে একজন পেস বোলারকে স্কোয়াডের বাইরে থেকে খেলানো হবে বলে এই সিদ্ধান্ত নির্বাচকদের। স্কোয়াডের বাইরের খেলোয়াড় হচ্ছেন আবু জায়েদ রাহি।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামীম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, শুভাশীষ রায় চৌধুরী, সৌম্য সরকার, লিটন কুমার দাস
ও শফিউল ইসলাম।



 

Show all comments
  • Faruk Bin Omar ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫৩ এএম says : 0
    লিটনকে বাদ দেয়া হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্ট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ