Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

৪ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সার্চ কমিটির বৈঠক আজ

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে দেশের আরো চারজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। আজ (বুধবার) বেলা ১১টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চারজন বিশিষ্ট নাগরিক হলেনÑ সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছিলেন, বুধবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক হবে। এর আগে পাঁচজনের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ
সচিব মোহাম্মদ শফিউল আলম। তার মধ্যে ছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব:) আবদুর রশিদ। গতকাল আবদুর রশিদের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণার মামলা চলবে মর্মে আদেশ চেম্বার আদালতে বহাল থাকায় সার্চ কমিটির পক্ষ থেকে ফোন করে (আবদুর রশিদকে) আজকের সার্চ কমিটির বৈঠকে উপস্থিত না হওয়ার কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সার্চ কমিটি সূত্রে জানা যায়। এর আগে আবদুর রশিদের বিষয়ে খোঁজখবর নেন সার্চ কমিটির পক্ষ থেকে। এরপর এ সিদ্ধান্ত নেয়া হয়।
৩০ জানুয়ারি দেশের ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। এ সময় বিশিষ্ট নাগরিকরা সৎ, যোগ্য নির্দলীয় ব্যক্তিদের নিয়ে ইসি গঠনের কথা বলেন। এছাড়াও আগে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এমন নিরপেক্ষ ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে সার্চ কমিটির কাছে সুপারিশ করেছেন বৈঠকে অংশ নেয়া বিশিষ্ট ব্যক্তিরা। যদিও সার্চ কমিটি গতকাল ২০ জনের একটা সংক্ষিপ্ত তালিকা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশিষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ