Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনিয়োগবান্ধব হলেও ত্রুটিপূর্ণ

মুদ্রানীতি নিয়ে এফবিসিসিআইয়ের প্রতিক্রিয়া

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য ঘোষিত মুদ্রানীতি বেসরকারি খাতের জন্য বিনিয়োগবান্ধব, তবে কিছু ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। গতকাল মঙ্গলবার এফবিসিসিআই’র কার্যালয়ে মুদ্রানীতি ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মুদ্রানীতি ঘোষণায় বিনিয়োগ প্রবৃদ্ধি, সরকারের ঋণ গ্রহণে সতর্কতা এবং মূল্যস্ফীতি হ্রাসে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বেসরকারি খাতে ঋণের যোগান ১৬ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১৭ শতাংশ করা হলে বিনিয়োগ সহায়ক হতো। এদিকে, বাংলাদেশকে উচ্চ প্রবৃদ্ধির দেশে উন্নীত করতে জিডিপির ৪০ শতাংশের বেশি বিনিয়োগ নিশ্চিত করা প্রয়োজন বলে জানান আব্দুল মাতলুব আহমাদ। এ ছাড়া ব্যবসাবান্ধব করার জন্য ক্ষুদ্র ও মাঝারি খাতসহ সকল ক্ষেত্রে সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনতে হবে।
২০১৬ সালের ৩০ জুনে নন পারফর্মিং খাতে ৬৩ হাজার ৩০০ কোটি টাকার ঋণ ছিল উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি বলেন, এই ঋণ বর্তমানে আরো বেড়েছে। এই হতাশাজনক পরিস্থিতি সমাধান করা জরুরি। অন্যথায় বিনিয়োগ গতি সঞ্চার করা সম্ভব হবে না। একইসঙ্গে অপ্রদর্শিত অর্থ বিদেশে পাচাররোধে পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন তিনি।
আব্দুল মাতলুব আহমাদ জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকারের আন্তরিকতায় ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। তবে টেকসই বিনিয়োগ ও শিল্পায়নের স্বার্থে ব্যবসা আরম্ভ, স্থাপনা নির্মাণ অনুমোদন, বিদ্যুৎ প্রাপ্তি, সহজ শর্তে ঋণ ইত্যাদি ক্ষেত্রে বেশি নজর দেওয়া জরুরি।
তিনি জানান, ভারতে বাংলাদেশের মোট রপ্তানির ২৯ দশমিক ৬ শতাংশ পাটজাত দ্রব্য। কিন্তু ভারত এরই মধ্যে এই পণ্যে প্রতি টনে ১৯ মার্কিন ডলার থেকে ৩৫১ ডলার পর্যন্ত অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে। ফলে প্রতিযোগিতামূলক মূল্যে পাটজাতপণ্য রফতানি করা সম্ভব হবে না। এতে ভারতে পাট ও পাটজাতদ্রব্য রফতানি ভিশনভাবে বাধাগ্রস্ত হবে। এদিকে প্রস্তাবিত নতুন শুল্ক আইন কার্যকর করার অনুরোধ করেন এফবিসিসিআই সভাপতি। এর সঙ্গে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নের দাবিও জানান তিনি। এ ছাড়া ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ঘোষিত মূল্য সংযোজন কর নিয়ে সৃষ্ট সমস্যা এখনো সমাধান হয়নি। যদিও জাতীয় রাজস্ব বোর্ড থেকে সমাধানের কথা বলা হয়েছিল।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলে

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ