Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুকে খবর প্রকাশে বয়স্কভাতা পেলেন ঝিনাইদহের তুলসী রানী দাস

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পত্রিকায় খবর প্রকাশের পর বয়স্ক ভাতার কার্ড পেলেন ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার ৯৫ বছর বয়সী তুলসি রানী দাস। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার তুলসি রানী দাসের হাতে এই কার্ড তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মÐল, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও নবচিত্রের বার্তা প্রধান আসিফ ইকবাল কাজল ও ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর মহিউদ্দীন। এর আগে ঝিনাইদহ শহর সমাজসেবাধ অধিদপ্তরের কর্মকর্তা এমডি হোসেন খানের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মÐল কথা বলেন। ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ফেসবুক এ্যাডমিন আসিফ কাজল ও ইমরনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা ফেসবুকের মাধ্যমে নাগরিক সেবা দিতে চায়। সমাজের বঞ্চিত মানুষ গুলোকে তিনি ফেসবুকের মাধ্যমে তুলে ধরার আহŸান জানিয়ে বলেন, ঝিনাইদহ জেলা প্রশাসন অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। উল্লেখ্য ফেসবুক ও পত্রিকায় তুলসি রানী দাসের ছবি ও নামের স্থলে আমেনা খাতুন ছাপা হয়। ফলে সাংবাদিক ও জেলা প্রশাসনের লোকজনকে খুজতে অনেক বেগ পেতে হয়েছে। প্রকৃত পক্ষে আমেনা খাতুনের স্থলে হবে তুলসি রানী দাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ