পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সমাজ উন্নয়নের লক্ষ্যে গত ২২ জানুয়ারি থেকে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অর্থনীতি বিভাগ সপ্তাহব্যাপী সামাজিক সচেতনামূলক প্রচারণা কার্যক্রম চালায়। প্রথম দিনে রাজধানীর ধানমন্ডি লেকে রবীন্দ্র সরোবরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। দি¦তীয় দিনে ধানমন্ডি এলাকায় পাবলিক প্লেসে ধূমপানকে নিরুৎসাহিত করা এবং ধূমপায়ীদের মাঝে ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। তৃতীয় দিনে সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। চর্তুথ দিনে ঢাকার অদূরে মানিকগঞ্জের বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় পরির্দশন এবং এ সময় বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পঞ্চম দিনে আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ষষ্ঠ দিনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও নগদ অর্থ প্রদান করা হয়। গত ২৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। সপ্তাহব্যাপী এই প্রচারণায় বিভাগীয় সব শিক্ষক ও প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে। -পেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।