বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা সংবাদদাতা: মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী নিতু মন্ডলকে (১৪) বিদ্যালয়ে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতবছর ১৮ সেপ্টেম্বর হত্যাকাÐ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী মিলন মন্ডল নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছিল। সেই মিলন মন্ডলকে অভিযুক্ত করে নিতু হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে ডাসার থানার পুলিশ।
রোববার মাদারীপুর মুখ্যবিচারিক হাকিমের কাছে অভিযোগপত্র উপস্থাপন করা হলে আদালত তা গ্রহণ বিষয়ক শুনানীর জন্য দিন ধার্য করেছে। নিতু হত্যার বিচার যাতে দ্রæত চায় সে কারণে এ মামলা দ্রæত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবী জানিয়েছি তার পরিবার,বিদ্যালয়ের সহপাঠী,শিক্ষক ও গ্রামবাসী।
পুলিশ, গ্রামবাসী ও জানায়,কালকিনি উপজেলার নবগ্রাম গ্রামের নির্মল মন্ডলের এক ছেলে,এক মেয়ের মধ্যে নিতু বড়। সে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণীর ছাত্রী। ছোট ভাই দীপ্ত মন্ডল পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিবেশী মিলন মন্ডল ছোট ভাইয়ের গৃহ শিক্ষক ছিল। মিলন নিতুকে উত্ত্যক্ত করত। গত বছর ৫ আগষ্ট নিতুকে বাড়িতে একা পেয়ে মিলন মারধর করে। বিষয়টি তাৎক্ষণিক তার বাবা নির্মল মন্ডল মিলনের পরিবারকে জানায়। গত ঈদের ছুটি শেষে ১৮ সেপ্টেম্বর নিতুর স্কুল খোলে। স্কুলে যাওয়ার জন্য নিতু সকালে বাড়ির থেকে বের হয়। মিলনও তার পিছু নেয়। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নবগ্রাম উত্তর পাড়া ঠাকুর বাড়ি নামক স্থানে গ্রামের একটি রাস্তায় সে নিতুকে কুপিয়ে হত্যা করে পাশের একটি নালায় ফেলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী মিলনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। মিলন মন্ডল ওই গ্রামের মৃত বিরেন মন্ডলের ছেলে। সে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। ঘটনার দিন রাতে নিতুর বাবা নির্মল মন্ডল বাদী হয়ে কালকিনি উপজেলার ডাসার থানায় মিলনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।