Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে সাড়ে ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোদাগাড়ী উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে আদালতের নির্দেশে দাফনের ৩ মাস ১৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার সময় উপজেলার কুমরপুর কেন্দ্রিয় কবর স্থান থেকে অটোরিক্সা চালক মৃত পিয়ারুল ইসলামের লাশ উত্তোলন করা হয়।
গত ১৩ অক্টোবর/১৬ ইং তারিখ তার মৃত্যু হলে কুমরপুর কেন্দ্রিয় কবর স্থানে তার দাফন কার্য সম্পূর্ণ করা হয়। মৃত পিয়ারুল ইসলাম গোদাগাড়ী উপজেলার বিজয়নগর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর উপস্থিতিতে পিয়ারুল ইসলামের লাশ উত্তোলনের সময় আরো উপস্থিত ছিলেন মামলার আইও রাজশাহী সিআইডির পরিদর্শক সাইফুল ইসলাম সরকার, সহ-পুলিশ পরির্দশক খিতিস চন্দ্র সাহা, স্থানীয় জনপ্রতিনিধি ও কুমরপুর কেন্দ্রিয় কবর স্থানের প্রতিনিধিসহ স্থানীয় জনগণ। এদিকে পিয়ারুলে লাশ উত্তোলনের সময় খবর স্থানের পার্শ্বে তার আত্মীয়-স্বজনদের কান্নায় আশপাশের বাতাস ভারি হয়ে উঠে।
পরিবার সূত্রে জানা যায়, পিয়ারুলের মৃত্যুর আগে এলাকার মৃত. খাইরুল ইসলামের ছেলেদের সাথে মারামারি হয়। সেই মারামারিতে পিয়ারুল ইসলাম মারাত্মক আহত হলে তাকে প্রেমতলী হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন সে চিকিৎসাধীন ছিলেন। প্রায় দেড় দুই মাস পর পিয়ারুলের মৃত্যু হলে তার স্ত্রী হাসিনা বেগম ওরফে রাহেমা বাদী হয়ে মৃত খাইরুল ইসলামের ছেলে মালেক, রুবেল ও সুবেলসহ আরো কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ