নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাপান সফরে জে-গ্রিন সাকাই ফুটবল উৎসবের প্রথমদিন শনিবার তিন ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ কিশোরী দল। আর এ জয় এসেছিল দলের কৃতি ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার করা দুই গোলের সুবাদে। উৎসবের দ্বিতীয় দিনে আবারো স্বপ্না ঝলক দেখলেন ওসাকার ফুটবলপ্রেমীরা। গতকাল ওসাকায় অনুষ্ঠিত তিন ম্যাচের দু’টিতেই জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের সবগুলোতেই গোল পান স্বপ্না। তার গোলেই দু’ম্যাচ জিতে নেয় লাল-সবুজরা। প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারায় আমাগাসাকি মহিলা দলকে। সিরাত জাহান স্বপ্না একাই করেন দু’গোল। এ ছাড়া কৃষ্ণা রাণী সরকার ও মার্জিয়া একটি করে গোল করেন। পরের ম্যাচে থাইল্যান্ড অনূর্ধ্ব-১৬ মহিলা দলের কাছে টাইব্রেকারে ২-৪ গোলে হার মানে বাংলাদেশ কিশোরী দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। তৃতীয় ম্যাচে স্বপ্নার দু’গোলের উপর ভর করে কৃষ্ণা রাণী বাহিনী ৪-০ গোলে হারায় টোকিও ইউনিভার্সিটি একাডেমিকে। বাংলাদেশের হয়ে বাকি দু’গোল করেন শিউলি ও আখি। সফরে বাংলাদেশ তিনটিতে জয়, একটি ড্র ও দু’টিতে হেরেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।