বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর ছাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ছাত্রদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুশিক্ষা অর্জনের পাশাপাশি ছাত্রদের ঈমানী তাকওয়াও অর্জন করতে হবে। গতকাল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতি জি এম রুহুল আমীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় মুবাল্লিগ সম্মেলনে পীর ছাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নূরুল ইসলাম আল-আমীন, সহ-সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, ছাত্রনেতা এস এম আজিজুল হক, মুহাম্মদ হাছিবুল ইসলাম, আ হ ম আলাউদ্দিন, এস এম এমদাদুল্লাহ ফাহাদ, এইচ এম কাওসার আহমাদ, মুহাম্মদ নোমান আহমাদ, মুহাম্মদ মাহবুব আলম, মুহাম্মদ ইলিয়াস হাসান, মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, শরিফুল ইসলাম, এ কে এম আবদুজ্জাহের আরেফী ও মাহমুদুল হাসান। পীর ছাহেব চরমোনাই বলেন, ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র এ দেশের মাটিতে সফল হবে না। তিনি বলেন, মুসলমানদের ঈমান রক্ষার আন্দোলনে সবাইকে স্বত্বঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।