Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সাধ্যের মধ্যে সাশ্রয়ী মোবাইল নিয়ে বাজারে ড্যাফোডিল কম্পিউটার্স

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড (ডিসিএল) সাধ্যের মধ্যে সাশ্রয়ী মোবাইল নিয়ে বাজারে এসেছে। প্রাথমিকভাবে মোট ৮টি মডেলের ফিচার ও স্মার্টফোন বাজারে আসছে। ২৬ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ব্র্যান্ডের মোবাইল বাজারজাতকরণ উদ্বোধন করেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মোঃ সবুর খান। বিভিন্ন মডেলের ফিচার তুলে ধরেন ডিসিএল মোবাইল বিভাগের প্রধান মোঃ তৌফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল কম্পিউটার্স লিঃ-এর কোম্পানী সচিব মনির হোসেন, মহাব্যবস্থাপক জাফর এ পাটোয়ারী ও ড্যাফোডিল ফ্যামিলির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সমগ্র বাংলাদেশে মোবাইল বিক্রয়কেন্দ্রে একযোগে ডিসিএল ব্র্যান্ডের মোবাইল ও তার সেবা পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্যাফোডিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ