Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্যাফোডিল ও রহমান রহমান হক চাটার্ড একাউন্টস, কেপিএমজির চুক্তিবদ্ধ

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সম্প্রতি ড্যাফোডিল ফ্যামিলির কর্পোরেট সভাকক্ষে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড ও রহমান রহমান হক চাটার্ড একাউন্টস, কেপিএমজি এর চুক্তি স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের পক্ষে পরিচালক মো. ইমরান হোসেন ও রহমান রহমান হক চাটার্ড একাউন্টস, কেপিএমজি (বাংলাদেশ)-এর অংশীদার মেহেদী হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে রহমান রহমান হক চাটার্ড একাউন্টস, কেপিএমজি তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট সেবা যেমন সফটওয়্যারসহ বিভিন্ন ওয়েব সল্যুশন ড্যাফোডিল সফটওয়্যার থেকে গ্রহণ করবে। অনুষ্ঠানে ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ও ড্যাফোডিল কম্পিউটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান, সফটওয়্যার বিভাগের প্রধান মো. রাশেদ করিম, উপ-মহাব্যবস্থাপক জাফর এ পাটোয়ারি, চ্যানেল ও অংশীদার উন্নয়ন এর প্রধান মো. রফিকুল আলম রুবেল এবং রহমান রহমান হক চাটার্ড একাউন্টস, কেপিএমজি (বাংলাদেশ)-এর জৈষ্ঠ কর্মকর্তা (তথ্যপ্রযুক্তি) মো. আহসান কবির, জসিম উদ্দিন ও তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্যাফোডিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ