Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘চেইঞ্জ টুগেদার’ প্রোগ্রাম অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সুস্থ দেহ সুন্দর জীবন গঠনে শরীরচর্চা, প্যারেড এবং ক্রীড়া মনোভাবকে উৎসাহিত করতে এবং শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের শারীরিক, মানসিক ও সামাজিক উপযুক্ততা নিশ্চিত করতে সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটতে তৃতীয়বারের মতো আয়োজন করা হয় ‘চেইঞ্জ টুগেদার’ প্রোগ্রাম। এতে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ‘চেয়ারম্যান’ ও ‘ভাইস চ্যান্সেলর’ পুরস্কার প্রদান করা হয়। সহকারী অধ্যাপক তানভীর আহমেদ চৌধুরী ও সহযোগী অধ্যাপক লিজা শারমিনকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উপাচার্যের পুরস্কার লাভ করেন অধ্যাপক মোঃ ফুয়াদ হোসেন সরকার ও সিনিয়র লেকচারার কৌশিক সরকার এবং প্রভাষক রাসেল হোসেন। সহকারী অধ্যাপক শামসি আরা হুদা ও দিলজেব কবীরকে ইন্সপায়ারিং স্মাইল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্যাফোডিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ