Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণের দাম দুই সপ্তাহে সর্বনিম্ন

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। বুধবার ধাতুটির দাম কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স ডিভিশনে বুধবার আউন্সে ১৩ ডলার কমেছে স্বর্ণের দাম। এদিন ফেব্রæয়ারিতে সরবরাহ চুক্তিতে ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ১৯৭ ডলার ৮০ সেন্টে। ফ্যাক্টসেটের তথ্যানুযায়ী, গত ১৩ জানুয়ারির পর এটিই ধাতুটির সর্বনিম্ন দর। এর আগে গত সোমবার প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হয়েছিল ১ হাজার ২১৫ ডলার ৬০ সেন্টে, যা গত ১৭ নভেম্বরের পর ধাতুটির সর্বোচ্চ দর। কোমেক্সে বুধবার স্বর্ণের পাশাপাশি দাম কমেছে মূলবান ধাতু রুপার। মার্চে সরবরাহ চুক্তিতে এদিন ১ দশমিক ২ শতাংশ বা ২০ দশমিক ৫ সেন্ট কমে প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ১৬ ডলার ৯৮ সেন্টে। স্বর্ণের বাজার প্রসঙ্গে থিংক মার্কেটসের প্রধান বাজার বিশ্লেষক নঈম আসলাম বলেন, ডলারের মান সামান্য কমেছে। তবে এটি স্বর্ণের দাম বাড়াতে তেমন ভূমিকা রাখতে পারেনি। সামনের দিনগুলোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বৈশ্বিক মুদ্রাযুদ্ধে সম্পৃক্ত হন, তাহলে ডলারে বড় ধরনের অবনমন ঘটতে পারে। এটি হলে স্বর্ণের বাজারটি ঊর্ধ্বমুখী হয়ে উঠবে। চার সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে স্বর্ণের দাম। ট্রাম্পের আর্থিক ও বাণিজ্য নীতি কেমন হবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় ধাতুটির বাজারে চাঙ্গাভাব বিরাজ করেছে ওই সময়। পাশাপাশি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) ও দক্ষিণ আমেরিকান দেশগুলোয় মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ বাজার পরিস্থিতি আরো ঘোলাটে করে তোলে, যা স্বর্ণের বাজারকে ঊর্ধ্বমুখিতার দিকে ঠেলে দিয়েছিল। স্বর্ণের অন্যতম ভোক্তা দেশ চীন। দেশটিতে বর্তমানে ধাতুটির চাহিদা তুলনামূলক কম রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সামনের সপ্তাহ থেকে দেশটিতে স্বর্ণের চাহিদা বাড়তে পারে। তখন চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে আন্তর্জাতিক বাজারে বাড়তে পারে ধাতুটির দামও। কোমেক্সে বুধবার দাম কমেছে প্লাটিনামেরও। আগামী এপ্রিলে সরবরাহ চুক্তিতে ২ দশমিক ৬ শতাংশ বা ২৬ ডলার ১০ সেন্ট কমে প্রতি আউন্স প্লাটিনাম (পিএলজে৭) বিক্রি হয়েছে ৯৮১ ডলার ৭০ সেন্টে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ